বাড়ির ছাদে ‘নয়া দামান’ গানের তালে দুর্দান্ত নাচ ৫ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
কালো, হলুদ, গোলাপি, সবুজ এবং সাদা রঙের শাড়ি পরে দুর্দান্ত নেচেছেন ওই পাঁচ যুবতী।

বর্তমান যুগে নিজের প্রতিভাকে সকলের মাঝে উপস্থাপন করা খুবই সহজ একটি বিষয়। আগেকার দিনে যেমন নিজের প্রতিভাকে সমাজে সকলের মাঝে উপস্থাপন করা যথেষ্ট কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ও অর্থ সাপেক্ষ ছিল বর্তমানে সেই মুশকিল আসান করেছে সোশ্যাল মিডিয়া। এছাড়াও বহু হারিয়ে যাওয়া প্রতিভা অন্ধকার থেকে বেরিয়ে আসছে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। পাশাপাশি বহু মানুষ নিজেদের উপার্জনের পথও বেঁছে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তাই দিনকে দিন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও জনপ্রিয়তা বেড়েই চলেছে।
গত বছর সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে ‘আইলারে নয়া দামান’ (Aila Re Noya Daman) গানটি তুমুল ভাইরাল হয়। ফলে বরাবরের মতো স্বাভাবিকভাবেই এই গানটিতে কোমর দোলাতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকাদের। সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে হাজার হাজার রিলস ভিডিও তৈরি হয় এই গানটিকে নিয়ে। বছর খানেক পেরিয়ে গেলেও আজও নেট নাগরিকের কাছে এই গানটি ব্যাপক জনপ্রিয়। যার কারণে এই গানে নেচে মাঝে মাঝেই ভাইরাল হতে দেখা যায় বহু মানুষকে।
সম্প্রতি সেরকমই এই গানটিতে নেচে আরো একবার প্রশংসা কুড়োলেন ৫ সুন্দরী যুবতীর দল। আর এই ৫ সুন্দরী যুবতীর নাচ ইতিমধ্যে মন জয় করেছে সমস্ত নেটিজেনদের। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ৫ জন সুন্দরীর একটি দল বিভিন্ন রঙের শাড়ি পরে একটি বাড়ির খোলা ছাদের নিচে দুর্দান্ত ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। মূলত কালো, গোলাপি, সবুজ, হলুদ ও সাদা রঙের শাড়ি পরে তাঁদের নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে। আর এই গানটির সাথে তাঁদের নৃত্য পরিবেশন আরো বেশি করে ফুটে উঠেছে।