×

গ্রাম্য পরিবেশে ‘টাপা টিনি’ গানের তালে দুর্দান্ত নাচ পাঁচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

সবুজ প্রাকৃতির মাঝে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন ৫ সুন্দরী যুবতী।

ফের আরো একবার সোশ্যাল মিডিয়া জুড়ে টাপা টিনি (Tapa Tini) ট্রেন্ডে গা ভাসালো নেটিজেনরা। বেলাশুরু (Belashuru) সিনেমার ট্রেন্ডিং এই গানে নাচ করে নতুন নতুন ভিডিও উপহার দিয়েছেন বেশ কিছু নৃত্যগোষ্ঠী। কিন্তু এই গানের জনপ্রিয়তা যে এখনো কমেনি সেটাই আবার প্রমাণিত হয়েছে। সম্প্রতি আরো একবার এক নৃত্যগোষ্ঠীর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গান। ঘুঙ্গুর নৃত্য কলা কেন্দ্রের (GHUNGUR NRITYA KALA KENDRA) একদল নৃত্যশিল্পী সম্প্রতি টাপা টিনি গানের সাথে নাচ করে সেই ভিডিও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে এই ভিডিও এখন ট্রেন্ডিংয়ে।

এর আগে বহু নৃত্যগোষ্ঠী টাপা টিনি গানের সাথে পারফর্ম করলেও সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি অন্যান্য ভিডিও তুলনা একেবারে আলাদা। ভিডিওটিতে দেখা যায় এই নৃত্যগোষ্ঠীর নাচের শুরুটা ছিল একেবারে অভিনব কায়দায়। ভিডিওটির শুরুতে দেখানো হয়েছে পায়ে আলতা পরে, চুলের খোঁপায় ফুলের মালা জড়িয়ে নৃত্য পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই নৃত্যশিল্পীরা। এই নৃত্যশিল্পীদের নতুন চিন্তাভাবনা খুবই পছন্দ হয়েছে নেটিজেনদের।

প্রত্যেক নৃত্যশিল্পীর পরানো ছিল শাড়ি এবং তার সাথে ম্যাচিং ব্লাউজ। এছাড়া মানানসই সাজে অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিল ওই নৃত্যশিল্পীদের। ভিডিওটিতে একজন বা দুজন নয়, একাধিক নৃত্যশিল্পীকে পারফর্ম করতে দেখা গিয়েছে। ভিডিওর শুরুতে কিছু শিল্পীদের রঙিন ছাপা শাড়িতে দেখতে পাওয়া গিয়েছে। আবার মাঝের কিছু দৃশ্যতে গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং ফুলের মালায় সেজে উঠেতে দেখা গিয়েছে তাঁদের। তবে নৃত্যশিল্পীরা সকলের এক বয়সী নয়। ভিন্ন বয়সের শিল্পীদের দেখা গিয়েছে সেখানে। ভিডিওটিতে বৈচিত্র আনতে নৃত্য শিল্পীদের মধ্যে নানান পরিবর্তন দেখানো হয়েছে।

টাপা টিনি গানটির সাথে যেভাবে নাচ করেছে ওই নৃত্যশিল্পীরা, তাতে নাচটি অত্যন্ত মানানসই হয়েছে গানের সাথে; এমনটাই জানিয়েছেন অধিকাংশ নেটিজেন। অসাধারণ কোরিওগ্রাফির সাথে প্রত্যেকের সঠিক সমন্বয় ভিডিওটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। খোলা প্রকৃতির বুকে শিল্পীদের এমন নাচ ভিডিওটির সৌন্দর্যকে অন্য মাত্র এনে দিয়েছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) সাথে এই গানে গলা মিলিয়েছেন উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee) এবং অনন্যা ভট্টাচার্য্য (Ananya Bhattacharjee)। তভে গানটির কথা ও সুর দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)।

Related Articles