খোলা আকাশের নিচে ‘শাল তলে বেলা ডুবিল’ গানের তালে দুর্দান্ত নাচ পাঁচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন ৫ সুন্দরী যুবতী

ইন্টারনেটের (Internet) এই যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক শ্রেণীর মানুষের কাছে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, আরেক শ্রেণীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়া নিজস্ব প্রতিভা বিকাশের প্রধান মাধ্যম। নেটদুনিয়ায় আকছার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রতিভার নিদর্শন ভিডিও হিসেবে দেখতে পাওয়া যায়। তবে এইসব ভিডিওর মধ্যে সর্বাধিক পরিমাণে বিভিন্ন বয়সী মেয়েদের নাচের ভিডিও থাকে। বিশেষত ইউটিউবের বিভিন্ন চ্যানেলে অনেকেই নিজেদের প্রতিভা ভিডিও আকারে পোস্ট করে থাকেন।
ইউটিউবে আকছার বিভিন্ন সুন্দরী যুবতীদের নাচের ভিডিও ভাইরাল হয়ে থাকে। জনপ্রিয় গানের সঙ্গে তালে তাল মিলিয়ে যুবতীদের নাচ কম-বেশি সকলেই দেখতে পছন্দ করেন। এইভাবে অনেকেই ইউটিউবে নিজস্ব প্রতিভার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ইউটিউবের দুনিয়ায় এমনই এক চ্যানেল ‘Ghungur Dance School’। এই চ্যানেল থেকে মাঝেমধ্যেই নানারকম নাচের ভিডিও পোস্ট করা হয়।
সম্প্রতি এই চ্যানেল থেকে জনপ্রিয় বাংলা লোকগীতি ‘শাল তলে বেলা ডুবিল’-এর (Shal Tole Bela Dubilo) সঙ্গে পাঁচ সুন্দরী যুবতীর দুর্দান্ত নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওতে তিন যুবতী লাল রঙের শাড়ি-ব্লাউজ ও দুই যুবতী হলুদ রঙের শাড়ি-ব্লাউজ পরে মানানসই গয়না-মেকআপ ও চুলে ফুল গুঁজে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন।
খোলা আকাশের নীচে এক খোলা মাঠে রেকর্ড করা এই ভিডিওতে পাঁচ যুবতীর প্রাণবন্ত নাচ ও দক্ষ স্টেপস নেটিজেনদের মন জয় করে নিয়েছে। এই ভিডিওর ভিউজ সংখ্যা ৭১ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা মন খুলে পাঁচ যুবতীর নাচের প্রশংসা করেছেন।