Viral Video : মাছ খেতে এসে উল্টে মাছের তাড়া খেয়েই ছুটে পালাল বিড়াল, ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটজনতা
এ যেন উলটপুরাণ! মাছ খেতে গিয়ে মাছেরই তাড়া খেয়ে পালাল এক বিড়াল।

Viral Video : মাছ ও বিড়ালের যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক রয়েছে। মাছ দেখলে বিড়ালের ক্ষেত্রে যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে ওঠে। দশ হাত দূর থেকেই কাঁচা মাছের গন্ধ পেয়ে যায় বিড়াল। বাড়িতে অনেক সময়ে ঢাকা দিয়ে রাখলেও বিড়ালের নাক থেকে মাছকে রক্ষা করা যাবে, সেই ক্ষমতা আর মানুষের কোথায় রয়েছে। হয়তো কোনোদিন লকারের ভেতরে লুকিয়ে রাখলেও বিড়াল তখনও মাছের সন্ধান পেয়ে যাবে।
দেশীয় হোক বা বিদেশীয় বিড়াল ও মাছের পারস্পরিক সম্পর্ক সর্বত্রই সমান। মাছ মৃত হলে কিছুই করার থাকে না। বিড়ালের থাবারে অধীনে গেলে, সেই মাছের ঠাঁই হয় বিড়ালের পেটেই। যদিও, মাছ জ্যান্ত থাকলে, কাজটা অতটা সহজ হয় না। মাছ ধরতে গেলে রীতিমতো বিশেষ কৌশল রপ্ত ও ব্যবহার করতে হয় বিড়ালকে। এক্ষেত্রে বিড়াল থাবা এগোলেই মাছেদের পালিয়ে যেতে দেখা যায়। যদিও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রকাশ্যে আসা এক ভিডিওতে উল্টো নদী বইতে দেখা গেল।
এখানে দেখুন : অবিকল মানুষের মতো একে অপরের সাথে কথা বলছে দুটি টিয়া পাখি, ভাইরাল ভিডিও
বিড়াল ও মাছের এক ভাইরাল ভিডিওতে (Viral Video) সম্পূর্ণ উল্টোই ঘটনা ঘটতে দেখা গেল। ভিডিওটিতে দেখা যায় যে, রাস্তার মধ্যে মাটির উপরে একটি মাছ পড়ে রয়েছে। বিড়ালটি মাছটিকে দেখে স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। এরপরেই ঘটে আজব কাণ্ড। বিড়ালটি মূলত মাছটিকে মৃত ভেবেই খাওয়ার জন্য মাছটির দিকে এগোয়। কিন্তু মাছটি হঠাৎ লাফিয়ে উঠতেই বিড়ালটি খুব ঘাবড়ে যায় এবং আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়। বিড়ালের এই কীর্তি দেখেই হেসে ফেটে পড়ছেন নেটিজেনদের একাংশ।
Viral Video :
ভিডিওটি (Cat & Fish Viral Video) পোস্ট করা হয়েছে ‘হুমাইরা ফারহাত নেহা’ (Humaiya Farhat Neha) নামক একটি ফেসবুক আইডি থেকে। ভিডিওটি দেখে পোস্টে হাসির প্রতিক্রিয়ার বর্ষণ করেছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যে ৮৭৪ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং হাজারে হাজারে মানুষ পছন্দ করেছেন।