×

হুবহু মাইকেল জ্যাকসনের স্টাইলে দুর্দান্ত নেচে তাক লাগাল খুদে হাঁস, ভাইরাল ভিডিও

এখন মানুষের থেকে বেশি পশু-পাখিদেরও আজব আজব ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়!

নাচতে কি শুধু মানুষই জানে? পশু-পাখিদের কি নাচতে ইচ্ছে করে না? হ্যাঁ, সম্প্রতি একটি হাঁসের ভিডিও ব্যপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়! আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিমেষেই গোটা দুনিয়ার সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করে নিচ্ছি। কখন কোথায় কি ঘটছে সবটাই আমরা জেনে যাচ্ছি সোশ্যাল মাধ্যমের দ্বারা। পাশাপাশি এখন মানুষের থেকে বেশি পশু-পাখিদেরও আজব আজব ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়!

এই নাচ এখন মানুষের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠছে! সাধারণত আমরা পশু-পাখিদের নানারকমের দৃশ্য দেখতে পাই, না খালি চোখে নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যা হয়তো আমরা সহজেই খালি চোখে দেখতে পারব না! তবে পাখিদের নানা রকমের জাত দেখতে পাই, আমরা জানি হাঁস স্থলচর, জলচর উভয়চর প্রাণী! হাঁসকে আমরা হাঁটতে বা জলে সাঁতার কাটতে দেখেছি, কিন্তু কখনো হাঁসকে নাচতে দেখেছেন কি!

হ্যাঁ, সম্প্রতি, একটি হাঁসের নাচের ভিডিও ভাইরাল হল। তাই আবার যে সে হাঁস নয়, এক্কেবারে ম্যান্ডারিন হাঁস (Mandarin Duck)! এই হাঁসটিকে দেখা গেল, রাস্তার মধ্যে এক্কেবারে পায়ের তালে তালে মাইকেল জ্যাকশনের মতন নাচল। যদিও ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, রাস্তাটি পিছল, তা হাঁসটি সেখানে চলতে চলতে পা পিছলে যাচ্ছে!

সেই যাই হোক, এই ভিডিওটি দেখে নেটিজেনরা বেশ আনন্দ পেয়েছেন তা বলাই বাহুল্য! Sushanta Nanda IFS নামক একটি টুইটার চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যা এখনো পর্যন্ত কয়েক মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। তবে ভিডিওটি আমাদের দেশের নয়, কোনো বিদেশের।

Related Articles