×

বাড়ির ছাদে অসাধারণ “আইলা রে নয়া দামন” গানে উদ্দাম নাচ ‘পান্তা ভাতের কুণ্ডু’ দীপান্বিতার, ভাইরাল ভিডিও

"আইলা রে নয়া দামন" গানের তালে অসাধারণ নাচ করলেন দীপান্বিতা।

যবে থেকে ইন্টারনেট মানুষের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে তবে থেকে প্রতিটি মানুষের জীবন অনেকটাই বদলে গিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের নানা জানা-অজানা তথ্য নিমেষের মধ্যেই মুঠোফোনের সাহায্যে মানুষের ঘরে এসে কড়া নাড়ছে। একদিকের মানুষ যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি মুহূর্তে মনোরঞ্জন উপভোগ করতে ব্যস্ত ঠিক অন্যদিকে একশ্রেণীর মানুষ নিজেদের প্রতিভা গুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে প্রকাশ করতে ভীষণভাবে উদ্যমী। যার কারণে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হয়ে চলেছে নানা ছবি ও ভিডিও।

আর সোশ্যাল মিডিয়া মানেই নিত্য নতুন ট্রেন্ডের একটি দুনিয়া। বাজারে নতুন কোনো গান এলেই তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা সেই ট্রেন্ডে গা ভাসান। সম্প্রতি সেরকমই বাজারে আমদানি হয়েছে একটি নতুন গানের। আর এই গানটি প্রকাশ্যে আসতেই সেটি রীতিমত বাজার কাঁপাচ্ছে। সম্প্রতি সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে “আইলা রে নয়া দামন” (Aila Re Noya Daman) গানটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। গানটি মূলত গত বছর প্রথম প্রকাশ্যে আসলেও এখনো এই জনপ্রিয়তা ঠিক আগের মতই রয়েছে।

অসমীয়া ভাষার এই গানটি বর্তমানে জগৎজোড়া বিখ্যাত হয়েছে। আর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তাবড় তাবড় সেলিব্রিটিরা এই গানে কোমর দুলিয়ে রিলস ভিডিও বানাতে ভোলেননি। এই গানটিতে প্রত্যেকেই নিজেদের নাচ ভিন্নভাবে উপস্থাপন করেছেন জনগণের কাছে। এবার বিখ্যাত এই গানেই কোমর দোলাতে দেখা গেল সুন্দরী দীপান্বিতা কুন্ডুকে (Dipannita Kundu)। দীপান্বিতা কুন্ডুকে চেনেন না বাংলায় এমন মানুষ খুব কমই রয়েছে।

মূলত জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ (Dance Bangla Dance Junior)-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল দীপান্বিতাকে। আর এখান থেকেই তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পরে দর্শকমহলে। একসময় নিজের নাচের দক্ষতা এবং মারাত্মক মুখভঙ্গির কারণে দীপান্বিতা জনপ্রিয়তা লাভ করেছিল। এমনকি বিচারকের আসনে বসা অভিনেতা মিঠুন চক্রবর্তী দীপান্বিতার নাম রেখেছিলেন “পান্তা ভাতের কুন্ডু”। আর এখান থেকেই তাঁর জনপ্রিয়তা সর্বাধিক ছড়িয়ে পরে। বর্তমানে দীপান্বিতা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সে এখন একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।‌ সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল থেকেই সে এই ট্রেন্ডিং গানে করা নাচের কভারটি আপলোড করে। আর ভিডিওটি আপলোড হতে না হতেই তা রীতিমতো ভাইরাল হয়ে পরে গোটা নেট দুনিয়ায়‌। আর স্বাভাবিকভাবেই তাঁর নাচের প্রশংসা করতে দেখা যায় নেটিজেনদের সিংহভাগকে।

Related Articles