‘টাপা টিনি’ গানের তালে অসাধারণ ভঙ্গিমায় নাচ করে তাক লাগালেন এক খুদে কন্যা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
খুদেকে লাল পাড় হলুদ শাড়ি, লাল ব্লাউজ ও গা ভর্তি গয়না পরিহিত অবস্থায় খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া বর্তমানে সাধারণ মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে মনোরঞ্জনও করা যায়, আবার পুরো দুনিয়ার বিভিন্ন খবরও জানতে পারা যায়। গান হোক বা নাচের ভিডিও, সেলিব্রিটিদের খবর হোক বা রাজনৈতিক খবর, সবকিছুই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিদ্যমান।
সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন খবর জানার পাশাপাশি মনোরঞ্জন খুবই সহজে করা যায়। সঠিক নেট পরিষেবা ও উপযুক্ত প্রযুক্তি থাকলেই পৃথিবীতে ঘটতে থাকে বিভিন্ন রকম ঘটনা সম্পর্কে অবগত থাকা যায়। এগুলি কখনও লিখিত আকারে থাকে, আবার কখনও ভিডিওরূপে। লেখা হোক বা ভিডিও, নেটিজেনদের নজরে পড়লে ইউনিক কন্টেন্ট মনে হলেই অনেক সময় তা ভাইরাল হয়ে যেতে দেখা যায়। ভিডিও দেখার চাহিদা তুলনামূলক বেশি হওয়ায় ভাইরাল ভিডিওর (Viral Video) সংখ্যা দিনের পর দিন ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি একটি মিষ্টি মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও পোস্ট করা হয়েছে ‘ডান্স উইথ আয়াত’ (Dance with Ayat) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে এক খুদেকে শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। উল্লেখ্য, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘বেলাশুরু’ (Bela Shuru) সিনেমার ‘টাপা টিনি’ গানটি।
ওই খুদেকে লাল পাড় হলুদ শাড়ি, লাল ব্লাউজ ও গা ভর্তি গয়না পরিহিত অবস্থায় খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ছোট্ট ছোট্ট হাত ও পায়ে আলতা পরে মাথার খোঁপায় পাতা ও ফুল লাগিয়ে ছোট্ট মেয়েটিকে দেখতে এতই মিষ্টি লাগছিল যে, নেটিজেনদের নজর ফেরানো দায় হয়ে পড়ে। প্রসঙ্গত, খুদের নাচ দেখে মুগ্ধ হয়ে ভিডিওর কমেন্ট বক্সে এক নেটিজেন বলেন, “ভালো লাগলো”। একজন আবার খুদের মিষ্টি সাজের প্রশংসা করে বলেন, “সোনা পাখিটা”। ভিডিওটি ইতিমধ্যে ৩৯ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শতাধিক মানুষ পছন্দ করেছেন।