×

চলন্ত ট্রেনের মধ্যে পরম যত্নে নিজের হাতে বাবাকে খাইয়ে দিচ্ছে একরত্তি মেয়ে, ভাইরাল ভিডিও

ট্রেনের দরজার সামনে এক ব্যক্তিকে বসে তাঁর একরত্তি মেয়েকে আগলে থাকতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন ধরণের ভিডিও দেখতে পাওয়া যায়। কারোর পশুপাখির ভিডিও (Animal Video) ভালো লাগে, কারোর আবার প্রকৃতির মনোরম দৃশ্যের ভিডিও (Nature Video) ভালো লাগে। কেউ নাচ-গানের ভিডিও দেখে সময় কাটাতে পছন্দ করেন। কেউ আবার শিশুদের নানান রকমের ভিডিও (Baby Video) দেখতে ভালোবাসেন।

শিশুদের ভিডিও খুঁজতে গিয়েই অনেক সময়ে সন্তান ও মায়েদের মিষ্টি সম্পর্কের ভিডিও দেখতে পাওয়া যায়। দেশীয় হোক বা বিদেশীয় মাতৃকন্যা সম্পর্ক সর্বত্রই এক। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতে পারে কন্যা সন্তানদের সঙ্গে পিতার সম্পর্ক নিয়ে কি কোনো ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়? উত্তর হ্যাঁ বৈকি। পিতা ও কন্যার সম্পর্কের মিষ্টি বন্ধনও সোশ্যাল মিডিয়া তার ব্যবহারকারীদের কাছে তুলে ধরে। এই দৃশ্যও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওর কন্টেন্ট অপরিকল্পিত হলে তো কথাই নেই, নেটিজেনরা খুবই ভালোবেসে ফেলেন ক্যামেরাবন্দী হওয়া মুহূর্তটিকে।

সম্প্রতি ক্যামেরাবন্দী হওয়া এমনই এক সুন্দর মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে একটি ইনস্টাগ্রামের আইডি থেকে। ভিডিওটিতে ট্রেনের দরজার সামনে এক ব্যক্তিকে বসে তাঁর একরত্তি মেয়েকে আগলে থাকতে দেখা যায়। মেয়েটির বয়স কতই বা? কতটাই বা বোঝে? বেশি কিছু না বুঝলেও, তাকে যে তার বাবার যত্ন নিতে হবে, অজান্তেই সে হয়তো বুঝে গেছে।

চলন্ত ট্রেনে পুচকু মেয়েটির যাতে ক্ষতি না হয়, তার বাবা যেখানে তাকে দুই হাতে আগলে ধরে রেখে তাঁর রক্ষাকর্তা হয়ে উঠেছে। সেখানে ট্রেনে ভিড়ের মাঝেও বাবার যত্ন নিয়ে পুচকু মেয়েটি যেন তাঁর বাবার ‘মা’ হয়ে উঠেছে। এই সুন্দর দৃশ্য সফলভাবে ক্যামেরাবন্দী হয়ে নেটিজেনদের কাছে পৌঁছাতে পেরেছে। এইরকম বহু ঘটনাই থাকে যা ক্যামেরার আড়ালে থেকে যায়। তবে এই জন্যই হয়তো এখনও বহু বাড়িতে পিতারা তাঁর কন্যা সন্তানকে মাঝে মধ্যে ‘মা’ বলে সম্বোধন করে থাকে।

Related Articles