পরম স্নেহে ছোট্ট শিশুকে আগলে রাখছে পোষ্য কুকুর, ভিডিও দেখে মুগ্ধ নেটিজনরা
পশুপাখিদের মধ্যে কুকুর আমাদের সব থেকে কাছের বন্ধু। এই কারণে কুকুরকে প্রভু ভক্ত বলা হয়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিদিন নানা ধরনের ভিডিও দেখে থাকি। প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই ভিডিও গুলোর মধ্যে পশু পাখিদের ভিডিও দেখা যায় প্রচুর। পশুপাখিদের মধ্যে কুকুর আমাদের সব থেকে কাছের বন্ধু। এই কারণে কুকুরকে প্রভু ভক্ত বলা হয়। মানুষের সাথে কুকুরের সম্পর্ক এক আলাদা রকমেরই হয়ে থাকে, যে কারণে সাধারণত পোষ্য হিসেবে মানুষ কুকুরকেই বাড়িতে রাখে। কুকুর খুবই বুঝদার একটি প্রাণী।
মানুষ বেইমানি করলেও কুকুর কখনো বেইমানি করে না। আমৃত্য পর্যন্ত সে তার প্রভুর সেবা করে থাকে। বাচ্চাদের সাথে ও কুকুর খুব ভালো সম্পর্ক করে নিতে পারে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও আছে কুকুরের। একটি কুকুর কিভাবে তার প্রভাব বিপদে আপদে পাশে থাকে, এছাড়া ছোট বাচ্চার সাথে কুকুরের খেলাধুলা; এরকম নানান ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় কুকুরের যে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে একটি প্রেগন্যান্ট মহিলার কাছেই সারাক্ষণ ঘোরাফেরা করছে এই বাড়ির দুটি পোষা কুকুর। ভিডিওটিতে দেখা যায় কখনো কুকুর দুটি প্রেগন্যান্ট মহিলাটির পেটের ওপর মাথা দিয়ে শুয়ে আছে তো আবার কখনো পাশে বসে আছে। আসলে কুকুর দুটি সম্পন্ন হবে মহিলাটির পেটের ভেতর থাকা বাচ্চাটিকে অনুভব করে চলেছিল। বাচ্চাটি যখন পেটের ভিতরে নড়ছিল তখন তারা বুঝতে পারছিল।
এরপর যখন বাচ্চাকে ভূমিষ্ঠ হয় তখন বাচ্চাটির সাথে কুকুরটিকে হসপিটালে দেখা করতে নিয়ে যাওয়া হয়। কুকুরটি সেই সময় বাচ্চাটিকে দেখে জোরে জোরে চিৎকার করে। বোঝাই যাচ্ছিল যে কুকুরটি অত্যন্ত খুশি হয়েছে বাচ্চাটিকে দেখে। এমনকি বাড়ির লোকেরা বলাবলি করছিল কুকুরটিকে এর আগে কখনো এত খুশি হতে দেখা যায়নি। এরপর দেখা যায় কিছুদিন পর বাচ্চাটি শুয়ে রয়েছে এবং তার পাশে কুকুর দুটি চুপচাপ বসে বাচ্চাটির খেয়াল রাখছে। এক মুহূর্তের জন্য বাচ্চাটিকে তারা চোখ ছাড়া করেনি। তবে ভিডিওটিতে সবথেকে করুণ ব্যাপার হল বাচ্চাটিকে যখন কাঁদতে দেখা গেছে তখন তার কান্না দেখে কুকুর দুটি কেমন একটা করে উঠেছিল। বোঝা যাচ্ছিল কুকুর দুটি কষ্ট পাচ্ছে বাচ্চাটিকে কাঁদতে দেখে।
যে কুকুরটিকে বাচ্চাটির সাথে সব সময় দেখা গেছে সেই কুকুরটির নাম হারু। অন্য আরেকটি কুকুরের নাম গ্রিফিন। ভিডিওটিতে দেখা যাক কুকুর ষটি বাচ্চাটির পায়ের কাছে বসে আছে এবং বাচ্চাটি না বুঝতে পেরে কুকুরের পায়ে সমানে লাথি মেরে যাচ্ছে। কিন্তু দেখা যায় কুকুরটি তাতে একটুও বিরক্ত হয়নি বা সরে যায়নি। এছাড়া দেখা গেছে বাচ্চাটি কখনো আবার কুকুরের কান ধরে টেনেছে। কিন্তু তাতেও কুকুরটি একটুও বিরক্ত না হয় সহ্য করেছে। বাচ্চাটির প্রতি ওই কুকুর দুটোর ভালোবাসা দেখে চোখে জল এসেছে গোটা নেটবাসীর। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। এখনো পর্যন্ত ২০ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে ওই ভিডিওটি।