Viral Video : বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এক বিশালাকার কোবরা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনেদের
পশুপাখিদের নানারকম কীর্তিকলাপ দেখতে সকলেই কমবেশি পছন্দ করেন। এছাড়াও, একাধিক ইউটিউব চ্যানেল থেকে সাপ (Snake) উদ্ধার করার ভিডিও পোস্ট করা হয়ে থাকে।

Viral Video : বর্তমান যুগে অন্যান্য সবকিছুর তুলনায় বিনোদনের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াই (Social Media) বেশি প্রাধান্য পেয়ে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের উল্লেখযোগ্য ঘটনার ভিডিও হামেশাই নেটদুনিয়ায় ভাইরাল হয়। বেশিরভাগ ভিডিওর উৎস সম্পর্কে জানা না গেলেও নেটদুনিয়ায় সেইসব ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওর ( Viral Video ) মধ্যে এক বড়ো অংশ জুড়ে থাকে পশুপাখিদের বিভিন্ন রকম ভিডিও। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির পোষ্য বা আশেপাশের কোনো পশু-পাখির ভিডিও কেউ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। পশুপাখিদের নানারকম কীর্তিকলাপ দেখতে সকলেই কমবেশি পছন্দ করেন। এছাড়াও, একাধিক ইউটিউব চ্যানেল থেকে সাপ (Snake) উদ্ধার করার ভিডিও পোস্ট করা হয়ে থাকে।
আরও পড়ুনঃ ঘুমন্ত মহিলার গা বেয়ে উঠে এল এক বিশাল কেউটে সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সাধারণত সাপ বিষধর হোক বা বিষহীন, সাপ দেখলেই কমবেশি সকলেই ভয় পেয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন ধরণের সাপের ভিডিও বা সাপ পাকড়াও করার ভিডিও দেখতে পাওয়া যায়। তবে সাপ পাকড়াও করার জন্য অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া জরুরী। সাপ ধরার জন্য সবসময়েই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। বিভিন্ন চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওগুলিতে যেভাবে সাপ ধরা হয় তা সত্যিই প্রশংসনীয়।
Viral Video :
সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওতে এমনভাবেই এক সাপ উদ্ধার করার দৃশ্য দেখা গিয়েছে। ইউটিউবে ‘Mirzamdarif’ নামক চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ওড়িশা রাজ্যের ভদ্রক এলাকার এক বাড়ির ভেতর থেকে মির্জা মহম্মদ আরিফ নামক ওই ব্যক্তি বরাবরের মতোই দক্ষতার সঙ্গে উদ্ধার করেছেন এক কোবরা (Cobra) সাপ। সাপটি বারবার তেড়ে কামড়াতে আসলেও ওই ব্যক্তি কৌশলের মাধ্যমে কাজ করেছেন। ইতিমধ্যেই ভিডিওটির ভিউজ সংখ্যা ২১ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে।