×

মাছের জালে আটকে কিং কোবরা, সাপকে উদ্ধার করে জল খাওয়ালেন এক মানবিক ব্যক্তি, ঝড়ের গতিতে ভিডিও

একটি বিশালাকার কোবরা সাপ কোন একটি গভীর জঙ্গলে মাছ ধরার জালে আটকে ছটফট করছে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিশ্বের বিভিন্ন ধরনের অদ্ভুত ভিডিওর সাক্ষী থাকছে মানুষ। ‌যেগুলো সচরাচর চোখে দেখা যায় না সেই সমস্ত ঘটনাগুলোও‌ উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। আর সোশ্যাল মিডিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় টপিক হল ভাইরাল ভিডিও। যেখানে প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন মানুষের পাশাপাশি বিভিন্ন পশুপাখিদের নানা রকম কর্মকান্ডের ভিডিও। ‌যেগুলোর কিছু কিছু সবাইকে বেশ আনন্দ দেয় আবার কিছু কিছু ভিডিও মন ভারাক্রান্ত করে দেয়।

সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের পশুপাখির ভিডিও ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নেটিজেনদের সবচেয়ে পছন্দের ভিডিও হল বিভিন্ন সাপেদের ভিডিও। এর আগেও বহু সাপের কীর্তিকলাপের ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হতে দেখা গিয়েছে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও নজর কাড়লো সকলের। তবে এই ভিডিওটি আগে ভাইরাল হওয়া ভিডিওগুলোর চাইতে আলাদা।‌ ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি তৃষ্ণার্ত সাপকে। আর সাপটি একজন মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে জল খাচ্ছে।

আসলে সাপটি যেভাবে বন্দী ছিল তাতে তাঁর কোনোভাবেই বেঁচে থাকার কথা ছিল না। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বিশালাকার কোবরা সাপ কোন একটি গভীর জঙ্গলে মাছ ধরার জালে আটকে ছটফট করছে। আর সাপটিকে দেখার জন্য সেখানে ছুটে এসেছে কয়েকজন মানুষ। অন্যদিকে এই ভিড়ের মধ্যে তা দেখতে পেয়ে একজন বন কর্মী জাল থেকে অনেক প্রচেষ্টার পর সাপটিকে কোনভাবে বের করে আনে।‌ আর সাপটিকে জাল থেকে বের করতে সাপটা মুখের সামনে জল দেখেই হা করে এবং ওই ব্যক্তি জল ঢেলে দেয় সাপটির মুখে। সাপটি যে দীর্ঘদিন সেই জালে আটকে তৃষ্ণার্ত হয়ে পরেছিল তা ভিডিওর মাধ্যমে স্পষ্ট।

সম্প্রতি এই সুন্দর ভিডিওটি আপলোড করা হয় ‘মির্জা অ্যান্ড আরিফ’ (Mirza and Arif) একটি ইউটিউব চ্যানেল থেকে। সম্ভবত সেখানে উপস্থিত কেউ এই ভিডিওটিকে রেকর্ড করে। আর তাই আপলোড করা হয় এই ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি আপলোড হতেই ছড়িয়ে পরে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। আর স্বাভাবিকভাবেই সাপটিকে জল খাওয়ানো ব্যক্তির প্রশংসায় মশগুল হয়ে গিয়েছে প্রতিটি নেট নাগরিক।

Related Articles