Viral Video : মশারির উপর উঠে গিয়েছে বিষধর কিং কোবরা, খোঁচা দিতেই বাঁধল বিপত্তি! ভাইরাল ভিডিও
সূত্রের খবর, সাপটির বয়স প্রায় দেড় বছর। হঠাৎ করেই ঘরের ভেতর ঢুকে মশারির উপর উঠে পড়ে সে।

Viral Video : মধ্যবিত্ত ও মশারির সম্পর্ক আজন্মের। দুপুর হোক বা রাত বহু মধ্যবিত্ত বাড়িই মশা তাড়ানোর কয়েল জ্বালানোর পরিবর্তে মশারি (Mosquito Net) খাটিয়ে শোয়া বা বসা বেশি পছন্দ করেন। কিছু ক্ষেত্রে কারণটা আর্থিক সমস্যা হয়, কিছু ক্ষেত্রে সচেতনতা। সে কারণ যাই হোক না কেন, প্রায় প্রত্যেক মধ্যবিত্ত বাড়িতেই (Middle Class Family) কমপক্ষে একটা করেও মশারি থাকতে দেখা যায়।
এখানে দেখুন : জুতোর মধ্যে লুকিয়ে রয়েছে বিষধর গোখরো সাপের বাচ্চা, ভাইরাল ভিডিও
বিভিন্ন আর্থিক শ্রেণী নির্বিশেষে মানুষের মশারি খাটানোর উদ্দেশ্যই হচ্ছে মশার কামড় থেকে বাঁচা। মশার আক্রমণ যাতে সহ্য না করতে হয়। এই মশারই যে সাপের আক্রমণ থেকেও বাঁচাতে পারবে, সেটা আর কে জানতো! সম্প্রতি এমনই এক হাড়হিম করা ঘটনার ভিডিও ভাইরাল ( Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ভিডিওরূপে ক্যামেরাবন্দি না হলে হয়তো বিশ্বাসই করা সম্ভব হতো না।
Video :
ভিডিওটিতে একটি মশারির উপরে সাপ দেখতে পাওয়া যায়। দাবি করা হয়েছে ভিডিওটি বজিরহাটি নামক এক গ্রামে বসবাসকারী এক পরিবারের বাড়ির। জানা গেছে, রাতে মশারির ভেতরে ঘুমানোর সময় হঠাৎই মশারির উপরে বিষাক্ত খরিস গোখরো সাপ দেখতে পান বাড়ির সদস্যরা। এই অবস্থায় তাঁরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। চিৎকারের জেরে বাড়ির অন্যান্য সদস্যরা যেখানে হাজির হলে তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত সর্প বিশারদকে ডেকে আনেন। সেই ব্যক্তি সাপটিকে মশারির উপর থেকে উদ্ধার করেন।
Viral Video :
ভিডিওটি পোস্ট করা বয়েছে ‘সমীরণ বারিক’ (Samiran Barik) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। তিনি মূলত সাপটিকে উদ্ধার করে এবং সেই ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেন। ভিডিওর দৌলতে জানা যায় যে, সাপটির বয়স মাত্র দেড় বছর। এই সাপ ইংরেজিতে ‘স্পেটেকলড কোবরা’ (Spectacled Cobra) নামে পরিচিত। উল্লেখ্য, ভিডিওটিতে প্রশিক্ষণপ্রাপ্ত সর্প বিশারদ সমীরণ বারিককে সবাইকে মশারি টাঙানোর উপদেশ দেন এবং একইসঙ্গে সাপের কামড়ে ওঝার কাছে না গিয়ে ডাক্তারের কাছে তথা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন।