×

Viral Video : বাড়ির ভিতরে লুকিয়ে আছে এক বিষধর কোবরা সাপ, ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজে নানা পশু পাখিদের ভিডিও দেখতে পায়।

Viral Video :  সাপ (Snake) পৃথিবীর সমস্ত সরীসৃপদের মধ্যে এক অন্যতম। এই সরীসৃপ যে অত্যন্ত ক্ষতিকারক তা সকলের‌ই জানা। পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের অর্থাৎ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। প্রায় সকলেই সাপকে ভয় পেয়ে থাকেন। হামেশাই বিষাক্ত সাপের কামড়ে বিষক্রিয়ায় প্রচুর মানুষের মৃত্যু ঘটে। তবে সাপ বিষাক্ত না হলেও তার কামড় খাওয়ার পর আতঙ্কেও অনেকে মারা যান।

Viral Video

খবরের কাগজ ও টেলিভিশনে প্রায়‌ই সাপের কামড়ে মারা যাওয়ার খবর দেখা যায়। এছাড়াও, সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সাপের ছবি বা ভিডিও দেখতে পাওয়া যায় অথবা নানারকম ঘটনার কথা জানা যায়। এই কথা কারোরই অজানা নয় যে বর্তমানে খবর সংগ্রহ করার জন্য অর্থাৎ বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য সোশ্যাল মিডিয়া বেশিরভাগ মানুষের কাছেই প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

এখানে দেখুন :  জুতোর মধ্যে লুকিয়ে রয়েছে বিষধর গোখরো সাপের বাচ্চা, ভাইরাল ভিডিও

Viral Video

এইভাবে নানারকম ছবি ও ভিডিও নেটদুনিয়ায় প্রায়শই ছড়িয়ে পড়ে। মানুষদের নিয়ে বিভিন্ন ধরণের পোস্টের পাশাপাশি পশু-পাখির পোস্ট‌ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। তার মধ্যে এক বড়ো অংশ জুড়ে সাপের ( Viral Video) ভিডিও থাকে। বিশেষত ইউটিউবে একাধিক চ্যানেলে বিভিন্ন স্থান থেকে সাপ উদ্ধার করার দৃশ্য রেকর্ড করে পোস্ট করা হয়ে থাকে। নানারকম কৌশলে যাঁরা সাপ উদ্ধার করে থাকেন তাঁদের সাহস সত্যিই প্রশংসনীয়।

Viral Video :

সম্প্রতি ইউটিউবে এমনভাবেই আবার‌ও এক সাপ উদ্ধার করার ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে এক বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে বিষধর কেউটে (Monocled Cobra) সাপ। মির্জা মহম্মদ আরিফ নামক এক সাপ বিশেষজ্ঞ ওড়িশা রাজ্যের ভদ্রকের কোনো এক জায়গায় এই বিশাল আকারের কেউটে সাপ ধরেছেন ও নিজের চ্যানেলে ভিডিওটি পোস্ট করেছেন। সাপের ফণা তোলা ও কামড়াতে আসা দেখে নেটিজেনরা শিউরে উঠলেও ইতিমধ্যেই এই কেউটে সাপ উদ্ধারের ভিডিওটি অনেক মানুষ দেখে নিয়েছেন।

Related Articles