বাড়ির বাথরুমে ঢুকে পড়েছে আছে বিষধর কোবরা সাপ, ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের
বাড়ির বাথরুমে হঠাৎ ঢুকে পড়েছে এক বিষধর কোবরা সাপ।

Viral Video : সোশ্যাল মিডিয়াকে (Social Media) নেটিজেনদের মধ্যে বেশিরভাগই শুধুমাত্র সময় কাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে বিনোদনের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার! নেটদুনিয়ায় মাঝেমাঝেই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল ( Viral Video) হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় মানুষদের বিভিন্ন ভিডিও ও প্রতিভার নিদর্শনের পাশাপাশি অন্যান্য বিভিন্নরকম ভিডিও হামেশাই দেখতে পাওয়া যায়।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে পশু-পাখির ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কোনো কোনো ক্ষেত্রে বাড়ির পোষ্যের ভিডিও কেউ নিজেই পোস্ট করে থাকেন অথবা কোনো জঙ্গলের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে অথবা রাস্তাঘাটে বা আশেপাশের কোনো দৃশ্য চোখে পড়লে তা রেকর্ড করে পোস্ট করা হয়।
এখানে দেখুন : ঘুমন্ত মহিলার গা বেয়ে উঠে এল এক বিশাল কেউটে সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
এবারও ঘটেছে তেমনই এক ঘটনা। সম্প্রতি ভাইরাল হয়েছে এক সাপ উদ্ধার করার (Snake) ভিডিও। সাপ দেখে ভয় পান না এমন মানুষ খুব কমজনই রয়েছেন। তবুও সোশ্যাল মিডিয়ায় আকছার বিভিন্ন স্থানের বিভিন্ন রকম সাপের ভিডিও ভাইরাল হয়ে থাকে। এখন কোনো স্থানে কোনো বিষধর সাপ দেখা গেলে তা উদ্ধার করার ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করা হয়।
Viral Video :
সম্প্রতি এমনই এক সাপ ধরার ভিডিও দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। এই ভিডিওতে এক বাড়ির মধ্যে থেকে এক গোখরো (Gokhro/Indian Cobra) সাপকে উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির বাথরুমের মধ্যে কোনোভাবে এক বিশাল আকারের গোখরো সাপ ঢুকে পড়েছিল। সর্প বিশেষজ্ঞ বা সাপ ধরার বিষয়ে পারদর্শী এক ব্যক্তি দক্ষতার সঙ্গে কৌশলে সাপটিকে বের করে নিয়ে আসেন। ‘Mirzamdarif’ চ্যানেল থেকে এই সাপ ধরার ভিডিওটি পোস্ট করা হয়। ইতিমধ্যেই ৮২ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন। ভিডিওতে প্রদত্ত তথ্য অনুযায়ী উড়িষ্যা রাজ্যের ভদ্রক থেকে বিষধর সাপটি উদ্ধার করা হয়েছে।