বিষধর কোবরা সাপের সাথে তুমুল লড়াই বেজির, ভিডিও দেখে ভয়ে হাড় হিম দর্শকদের
আকৃতিতে বড় কালো রংয়ের ওই সাপটি অত্যন্ত হিংস্র রূপ ধারণ করেছিল যুদ্ধের সময়।

কোনো দুই ব্যক্তির শত্রুতাকে প্রচলিত কথায় সাপে-নেউলে সম্পর্ক বলে উল্লেখ করা হয়। এরকম কথার প্রচলন হওয়ার কারণ সাপ ও নেউলে অর্থাৎ বেজির মধ্যে কখনোই বন্ধুত্ব হয় না। তাদের শত্রুতা জন্মগত। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের সাপের ভিডিও রয়েছে। সেই সব ভিডিও দেখলে একপ্রকার ভয় গায়ের লোম খাড়া হয়ে যায়। দুটো সাপের মধ্যে যুদ্ধ, শঙ্খ লাগা; এরকম প্রচুর ভিডিও রয়েছে সোশ্যাল মাধ্যমে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাপের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একেবারে অন্যরকম। এই ভিডিও দেখে ভয়ে হার হিম হয়েছে দর্শকদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একটি সাপ ও নেউলেকে যুদ্ধ করতে দেখা যায়। সেই যুদ্ধে যে কতটা ভয়ংকর ছিল তা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটিতে যে সাপটিকে দেখা যায় সেটি একটি বিষধর গোখরা সাপ। ভিডিওর শুরুতেই দেখা যায় একটি বেজিকে প্রচন্ড শক্ত করে ধরে রেখেছে সাপটি। আকৃতিতে বড় কালো রংয়ের ওই সাপটি অত্যন্ত হিংস্র রূপ ধারণ করেছিল যুদ্ধের সময়।
যদিও সম্পূর্ণ যুদ্ধ ভিডিওর মাধ্যমে দেখা যায়নি। তবে সাপটি বেজিকে যেভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাতে একসময় বেজি দম বন্ধ হয়ে মারা যায়। সাপ ও বেজির যুদ্ধ শুরু হওয়ার মুহূর্ত ধরা পড়েনি ভাইরাল ভিডিওতে। বেজির মৃত্যুতে নেটিজেনরা দুঃখ প্রকাশ করেছেন। যুদ্ধে ভয়ানক ঐ গোখরা সাপটির জয় হয়।
‘animal_power’ নামক একটি ইনস্টাগ্রাম (instagram) অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। প্রায় কয়েক হাজার ভিউস ছাড়িয়েছে এই ভিডিওটিতে। ভিউজ বাড়তে বাড়তে সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভিডিওটি শেয়ার করা হয়। নেটিজেনরা এই ভিডিওটিকে অত্যন্ত ভয়ানক বলে দাবি করেছেন। এক ব্যক্তি, ভিডিওটির কমেন্ট সেকশনে মন্তব্য করে লিখেছেন, ‘এই লড়াই দেখা না গেলেও যে ভয়ঙ্কর হবেই তা বলার অপেক্ষা রাখে না।’