×

মাছ খেতে এসে মাছের তাড়া খেয়ে ছুটে পালালো বিড়াল, তুমুল ভাইরাল ভিডিও

অনেকেই বাড়িতে পোষ্য হিসেবে বেড়াল পোষেন। আর সকলেরই জানা যে বিড়ালের সবচেয়ে প্রিয় খাদ্য হলো মাছ।

অনেকেই বাড়িতে পোষ্য হিসেবে বেড়াল পোষেন। আর সকলেরই জানা যে বিড়ালের সবচেয়ে প্রিয় খাদ্য হলো মাছ। তাই বাড়িতে বেড়ালের থেকে মাছ লুকিয়ে রাখা অত্যন্ত মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ বেড়ালেরা দূর থেকেই মাছের গন্ধ পেয়ে সেখানে হাজির হয়ে যায়। তবে মুখের সামনে মাছ পেয়েও কখনো কোনো বেড়ালকে না খেতে দেখেছেন? হ্যাঁ শুনতে একটু অবাকই মনে হবে। যেখানে বেড়ালের অত্যাচারে বাড়িতে মাছ রাখা দুর্বিষহ হয়ে ওঠে সেখানে বেড়ালের বিপরীতধর্মী মানসিকতা অবাক করার মতই বিষয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে এমনই কিছু দেখা গেল। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি রাস্তার পাড়ে পড়ে রয়েছে একটি রুই মাছ। আর মাছটিকে দেখতে পেয়ে মাছের দিকে এগিয়ে আসছে একটি সাদা রঙের বেড়াল। যা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তবে এরপরই যা ঘটলো তা মোটেও কোনো স্বাভাবিক বিষয় নয়। আর যা দেখে হাসি থামিয়ে রাখতে পারছেন না নেটিজেনদের একটি বিরাট অংশ।

মাছের দিকে বেড়ালটি এগিয়ে আসতেই মাছটি যে জ্যান্ত রয়েছে তা বুঝতে পারিনি বেড়ালটি। সে প্রথমে মাছটিকে মৃত ভেবেই মাছটির কাছে আসে। আর বেড়ালটি মাছের কাছে পৌঁছতেই মাছটি রীতিমতো লাফিয়ে ওঠে এবং স্বাভাবিকভাবেই মাছটি অত্যন্ত ঘাবড়ে যায়। অবশ্য অনেকে মজার ছলে বলেছেন যে, “ওই বেড়ালের জানা ছিল না, মাছ এত জোরে লাফাতে পারে।”

বেড়ালের এহেন কর্মকাণ্ডের ভিডিওটি আপলোড করা হয় একটি ফেসবুক পেজ থেকে। যা বর্তমানে রীতিমত ভাইরাল হয়ে পরেছে। বেড়ালের এধরনের কান্ড দেখে ভিডিওটি জুড়ে হাহা রিয়েক্ট উপচে পরেছে। কারণ বেড়ালটি কেবলমাত্র ভয় পেয়ে যায়নি বরং তাঁকে মাছটি খেয়ে ফেলবে ভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই ভিডিওটি যে ব্যস্ততায় ভরা প্রতিটি মানুষকে ব্যাপক আনন্দ দিয়েছে তা ভিডিওটির কমেন্ট বক্স দেখলেই প্রমাণ মেলে। যেখানে বেড়ালের এ ধরনের কর্মকাণ্ড দেখে বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে।

Related Articles