×

চিৎ হয়ে উল্টে পড়ে রয়েছে কচ্ছপ, সাহায্য করতে এগিয়ে এলো মোষ, ভাইরাল ভিডিও

অবশেষে একটি মোষ সাহায্য করার পরে কচ্ছপটি সোজা হতে পারে। যা দেখে আনন্দে আত্মহারা হয়ে যান দর্শকরা।

জঙ্গলে হিংস্র বন্যপ্রাণীর সংখ্যা মোটেই কম নয়। তবে এর মধ্যে কিছু জন্তুজানোয়ার থাকে যারা জঙ্গলে বসবাস করেও অন্য প্রাণীর প্রতি দয়া-মায়া প্রদর্শন করে বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যে বহু ভিডিওতে দর্শকরা বন্য জীবজন্তুদের সাহায্যের নিদর্শন পেয়েছেন। বর্তমানে এই সমস্ত জীব জন্তুদের দেখতে চাইলে আর বনজঙ্গলে যাওয়ার দরকার পড়ে না। কারণ, বহু বছর ধরে এদের বসবাস চিড়িয়াখানাতেও দেখা গেছে।

জঙ্গল সাফারি করার সামর্থ্য সবার থাকে না। আর তাই চিড়িয়াখানায় বন্য জীবজন্তু থাকার কারণে অনেক সাধারণ মানুষ বন্য জীবজন্তু দেখার সুযোগ পান। চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে অনেকে ফটো তোলেন, অনেকে ভিডিওগ্রাফি করেন। এই ফটোগ্রাফি করা বা ভিডিও তোলার পদক্ষেপ বেশ কিছু অদ্ভুত মুহূর্ত মানুষের সামনে আসতে সাহায্য করে। যা ক্যামেরাবন্দি না হলে হয়তো বিশ্বাসই করা যেত না।

সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে প্রথমে একটি কচ্ছপকে অসহায় অবস্থায় উল্টে পড়ে থাকতে দেখা যায়। অবশেষে একটি মোষ সাহায্য করার পরে কচ্ছপটি সোজা হতে পারে। যা দেখে আনন্দে আত্মহারা হয়ে যান দর্শকরা।

আমরা জানি যে, কচ্ছপ একটি খোলের মধ্যে বসবাস করে। এই খোল খুবই শক্ত প্রকৃতির হয়। সমস্ত রকমের ঝড়ঝাপটা থেকে রক্ষা করে কচ্ছপকে। এই খোলের যেমন ভালো দিক রয়েছে, তেমনই খারাপ দিকও রয়েছে। এই খোলের কারণে কচ্ছপ একবার দুর্ভাগ্যবশত উল্টে গেলে, আর নিজে থেকে সোজা হতে পারে না। কোনোভাবে একবার উল্টে গেলে কচ্ছপের ক্ষেত্রে সোজা হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় কচ্ছপকে সমস্যায় পড়তে দেখে এগিয়ে আসে এক মোষ। সেই মোষের সহায়তায় সোজা হতে পারে কচ্ছপটি। নিজের মাথা দিয়ে ঠেলা দিয়ে অবিরাম চেষ্টা করার পর মোষটি কচ্ছপটিকে সফলভাবে সোজা করতে পারে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডগ্স এন্ড ওয়াইল্ড অ্যানিমালস্’ (Dogs and Wild Animals) নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। ভিডিওটি দেখে অবাক হওয়ার পাশাপাশি মুগ্ধ হয়ে হয়েছেন নেটিজেনরা। অনেকেই দাবি করেছেন যে, জীবজন্তুদের একে অপরকে সাহায্য করার এমন দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যেতে দেখা যায়। ভিডিওটিতে লাইকের সংখ্যা ইতিমধ্যে ৬.৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

Related Articles