×

কাঁদতে কাঁদতে উঠে গেল মুখের মেকাপ, সদ্য বিবাহিতার ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

নতুন বর রুমাল দিয়ে যত কনের চোখ মুছাচ্ছে তত তার রুমালে উঠে আসছে কারি কারি মেকআপ‌।

আগেকার দিনে বিয়ের জন্য কনে কে খুবই সাধারণ ভাবে সাজানো হতো। দিদি, বোন, বৌদিরা মিলেই কোনেকে সাজাতো। কিন্তু বর্তমান যুগে ব্রাইডাল মেকাপের ট্রেন্ডে গা ভাসিয়েছে সকলে। এখন বিয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাইডাল মেকআপ। এর জন্য খরচ হয় হাজার হাজার টাকা। কিন্তু কথা বলে না, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত কোনো কিছুতেই হতে পারে হিতে বিপরীত। সম্প্রতি তেমনই এক অতিরিক্ত ঘটে যাওয়া একটি রহস্যের উন্মোচন হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একটি বিয়ের কনের বিদায়ের মুহূর্ত দেখানো হয়েছে। আর সেখানেই ঘটেছে যত বিপত্তি। ভিডিওটিতে দেখা যায় স্বাভাবিকভাবে বিদায়ের পর গাড়ি করে বরের সাথে শ্বশুর বাড়ি ফিরছে নতুন কনে। ভিডিওটিতে কনেকে ভীষণভাবে কান্নাকাটি করতে দেখা যায়। অতিরিক্ত কান্নাকাটিই হলো কাল। চোখে জলে ধুয়ে গেল কনের মেকআপ। আর তাতেই বেরিয়ে এলো কনের আসল চেহারা।

কাঁদতে কাঁদতে একটা সময় পড়ার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সেই নতুন কনে এবং নতুন বউকে সামলাতে তাঁর চোখের জল মুছে দিচ্ছিল তাঁর বর। ভিডিওটিতে দেখা যায় নতুন বর রুমাল দিয়ে যত কনের চোখ মুছাচ্ছে তত তার রুমালে উঠে আসছে কারি কারি মেকআপ‌। মেকাপের আড়ালে লুকিয়ে ছিল কনের আসল গায়ের রং। রুমাল দিয়ে মুখ মোছাতে মোছাতে ফোনের মুখের সেই রং ফুটে ওঠে। এই সম্পূর্ণ ঘটনাটি ভিডিও করে ওই গাড়িতে উপস্থিত এক ব্যক্তি। এই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার প্রচুর শেয়ার করা হয়েছে। এছাড়া ভিডিওটির কমেন্ট সেকশন ভরে উঠেছে নানা মন্তব্যে। অধিকাংশ মানুষ নেতিবাচক কমেন্ট করেছেন। তবুও অনেকে ভিডিওটি অত্যন্ত মজার বলে দাবি করেছেন। যদিও ভিডিওটি দেখে মনে হচ্ছিল এটা ইচ্ছাকৃতভাবে করা একটি ভিডিও। অনেকে ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছেন, মেয়েরা এভাবেই ছেলেদের ধোঁকা দিয়ে থাকে।

Related Articles