×

Viral Video : ছোট্ট বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ট্রেনে গান গেয়ে রোজগার করছে বালক, তুমুল ভাইরাল ভিডিও

একটি বাদ্য যন্ত্র বাজিয়ে খালি গলায় গান গাইতে দেখা গিয়েছে ওই কিশোরকে।

Viral Video :  সঙ্গীত ও সাধনা যেন একে অপরের সমার্থক শব্দ। সাধনা ব্যতীত সঙ্গীত অসম্পূর্ণ। জীবনের একটি অধ্যায় উৎসর্গ করতে হয় সঙ্গীত জগতের অংশ হতে চাইলে। সঙ্গীতকে জীবনেরই একটা অংশ বানিয়ে নিতে হয়, সম্পূর্ণরূপে রপ্ত করার ইচ্ছে থাকলে। নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করলে তবেই জগতের সাধারণ মোহ কাটিয়ে সঙ্গীত শেখা যায়। শোনা যায়, এই সঙ্গীতের দৌলতেই তানসেন আগুন জ্বালিয়েছিলেন। বর্তমানে ওপেরাতে গানের তীব্রতায় কাঁচের গ্লাসকে চূর্ণবিচূর্ণ হয়ে যেতে দেখা যায়। সাধনার দৌলতেই বেশ সঙ্গীত শিল্পীরা পিচ কারেকশন সফ্টওয়্যার বা অটোটিউনের ব্যবহার না করে উচ্চ সুরে গান গাইতে পারেন।

Viral Video

সঙ্গীতের দৌলতে বহু কঠিন লড়াই জয় করেছে মানুষ। এই সঙ্গীতের কারণেই বহু দরবার জয়ী হয়েছে বিনা রক্তপাতে। এই সঙ্গীতের কারণেই মানুষ প্রেমে পড়েছে। এই সঙ্গীতের মাধ্যমেই এক এলাকার বার্তা অপর এলাকায় পৌঁছানো সম্ভব হয়েছে। বর্তমানে এই সঙ্গীতের হাত ধরেই অনেকে প্রশিক্ষিত না হলেও রুজিরুটির ব্যবস্থা করতে পারছেন। সম্প্রতি এই ইস্যুকে কেন্দ্র করেই একটি ভিডিও ভাইরাল ( Viral Video ) হল সোশ্যাল মিডিয়ায়। যা দর্শকদের মন জয় করে নিল।

আরও পড়ুন :  সম্পূর্ণ খালি গলায় লতা মঙ্গেশকরের গান গেয়ে তাক লাগালেন রানু মন্ডল, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, একটি বালককে হাতে ছোট্ট মতো একটি বাদ্যযন্ত্র নিয়ে চলন্ত ট্রেনের মাঝে দাঁড়িয়ে গান করতে দেখা যায়। ভিডিওটিতে বালকটিকে রং উঠে যাওয়া একটি পুরোনো বেগুনি রঙে শার্ট পরে ঘামে ভেজা মুখ নিয়ে বলিউডের এক জনপ্রিয় গান গাইতে দেখা যায়। চারিদিকে ট্রেনের যাত্রীদের ভিড়ের মাঝে বালকের কণ্ঠে শোনা যায় ‘ক্রিচার’ (Creature 3D) সিনেমার ‘সাওয়ান আয়া হ্যা’ (Sawan Aya Hai) গান।

Viral Video :

গায়ক অরিজিৎ সিং-এর গাওয়া এই গান একসময় প্রায় সমস্ত গানপ্রেমীদের মিউজিক প্লে লিস্টে থাকতে দেখা গেছিল। সেই গানই ছোট বালকের মুখে শুনে মুগ্ধ হয়ে গেলেন দর্শকরা। বহু নেটিজেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্স। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ইতিমধ্যে ৩.৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে। লাইকের সংখ্যাও ১০৬ হাজার অতিক্রম করে ফেলেছে।

Related Articles