×

বাড়ির ভেতর ঘুরে বেড়াচ্ছে গাঢ় নীল রংয়ের বিষাক্ত সাপ! ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনেদের

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা ধরনের সাপের ভিডিও দেখতে পায়।

আজকাল সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখা যায় হাজার একটা ভাইরাল ভিডিও। এই ভাইরাল ভিডিও গুলোর মধ্যে অন্যতম হলে জীবজন্তুদের ভিডিও। একাধিক প্রজাতির জীবজন্তুর ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু জীবজন্তু হদিশ আমরা পেয়ে থাকি যেগুলো সম্বন্ধে আমাদের আগে কখনোই জানা ছিল না। সম্প্রতি এমনই এক প্রজাতির প্রাণীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রাণীটি একটি সাপ। ‌তবে এটি যে সেই সাপ নয়। এটি একটি ভিন্ন প্রজাতির সাপ।

ভাইরাল হওয়ার ভিডিওটিতে যে সাপটিকে দেখা গিয়েছে সেটি একটি নীলকন্ঠ সাপ। এই সাপটি নীল রঙের। বলা হয়েছে এটি নীল ভাইপার সাপ (Blue viper snake)। অদ্ভুত সুন্দর দেখতে এই সাপটি। তবে এর বিষ মারাত্মক। এই সাপ অত্যন্ত চতুর এবং অত্যন্ত দ্রুততার সাথে আক্রমণ করতে পারে। এছাড়া যে কোনো প্রাণীকে আস্ত গিলে খাওয়ার ক্ষমতা রাখে এই সাপ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অদ্ভুত সুন্দর দেখতে এই সাপটি জিভ বের করে নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছিল একটি মাঠের মধ্যে।

তবে ভাইরাল হওয়া ভিডিওটিতে শুধুমাত্র নীল রঙের সাপ নয়, তার পাশাপাশি একটি সবুজ রঙের সাপকেও দেখা গিয়েছে। ভিডিওর মাঝে দেখা যায় হঠাৎ করে সবুজ রঙের সাপটি একটি জ্যান্ত ইঁদুর শিকার করে তাকে গিলে খেয়ে নিল। এছাড়া আরো অন্যান্য সাপ ও বেশ কয়েকটি নীল ভাইপার সাপ দেখা গিয়েছে ভিডিওটিতে। ভিডিওটিতে দেখে বোঝাই যাচ্ছিল যে ব্যক্তি এই ভিডিওটি করেছেন তিনি সাপ পোষেন।

ভাইরাল হওয়া নীল ভাইপার সাপের এই ভিডিওটি ইউটিউবে ‘chieswheet’ নামক একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। প্রায় ২ বছর আগে আপলোড করা হয়েছে এই ভিডিওটি। ভিউজ বাড়তে বাড়তে বর্তমানে ভিডিওটি ভাইরাল হয়ে দাঁড়ায়। এখনো পর্যন্ত ১৩ লাখ মানুষ দেখেছে এই ভিডিও। এছাড়া প্রচুর কমেন্ট পড়েছে ভিডিওটির কমেন্ট সেকশনে। অধিকাংশ মানুষই এমন বিরল প্রজাতির সাপ প্রথমবার দেখার মুগ্ধতা প্রকাশ করেছে ভিডিওটির কমেন্ট সেকশনে।

Related Articles