ছোট মাছ দিয়ে দুর্দান্ত স্টাইলে বড় মাছ শিকার করে তাক লাগাল পাখি, তুমুল ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও খুব সহজে দেখতে পায়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না ভাইরাল হতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত। যেগুলোর মধ্যে কিছু কিছু জিনস আমাদের মন ভালো করে দেয় আবার কিছু কিছু জিনিস আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয়। তবে সোশ্যাল মিডিয়ার পর্দায় যে শুধুমাত্র মানুষের ভিডিও ভাইরাল হয় এমনটা কিন্তু নয়। মানুষের পাশাপাশি বহু পশুপাখিদের ভিডিও ভাইরাল হয়ে চলেছে প্রতিনিয়তই। এমনকি এই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেও রোজগার করছে বহু মানুষ।
তবে আজকের এই প্রতিবেদনে রইলো কয়েকটি পাখির দুর্দান্ত বুদ্ধির পরিচয়। আমাদের পৃথিবী মানেই বৈচিত্র্যে মোড়া। আর এই বৈচিত্র্যময় পৃথিবীতে কয়েকরকমের পশুপাখির অস্তিত্ব লক্ষ্য করা যায়। যেগুলোর মধ্যে কিছু পাখি রয়েছে যারা শুধুমাত্র পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকে আবার কিছু পাখি রয়েছে যাদের একমাত্র খাবার বলতে শুধুমাত্র মাছ। তারা মাছ ছাড়া আর কিছু বোঝে না। সাধারণত মাছরাঙা, বক ও পানকৌড়ির মতো পাখিদের প্রধান খাদ্য মাছ। তাই এই সমস্ত পাখিদের সর্বদা খাল-বিল-পুকুর থেকে মাছ শিকার করতে দেখা যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখা গেল সেরকমই কয়েকটি পাখির দুর্দান্ত কায়দায় মাছ ধরার দৃশ্য। তার সাথে দেখা গেল কিছু মাছকে বোকা বানিয়ে তাঁদের শিকার করার দৃশ্য। আর যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছে গোটা নেট নাগরিক। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিছু পাখি অল্প অল্প করে খাবার দিয়ে প্রথমে মাছেদের আকর্ষণ করছে। আর মাছগুলো যখনই খাবারের লোভে সেখানে আসছে তখনই মাছগুলোকে নিজেদের লম্বা ঠোঁট দিয়ে ধরে ফেলছে পাখিগুলি।
সুতরাং এর থেকেই প্রমাণ মিলছে যে শিকার করার বুদ্ধি প্রতিটি প্রাণীর মধ্যেই বর্তমান। তারা মানুষের চেয়েও কোনোঅংশে কম যায় না। এছাড়াও ভিডিওটি আরো একটি দৃশ্যের দেখা মিলেছে। যেখানে দেখা যাচ্ছে একটি বড়ো কালো পাখি অভিনব কায়দায় মাছ ধরছে ও আরেকটি সাদা রঙের পাখি চুপ করে বসে কোনো শব্দ না করে মাছ শিকার করে নিল। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রকাশ হতেই তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়া জুড়ে। আর স্বাভাবিকভাবেই এই পাখিগুলোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রতিটি সাইবারবাসী।