×

বাড়ির ভিতরে হঠাৎ ঢুকে পড়েছে এক বিষধর গোখরো সাপ, ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের

যে সাপটির দেখা মিলেছে সেটি গোখরা প্রজাতির সাপ। ইংরেজিতে এই সাপটিকে বলা হয় 'স্পেক্টাকল্ড কোবরা' (spectacled Cobra)।

বর্তমানে আধুনিকতার যুগে প্রতিটি মানুষের হাতেই রয়েছে এখন স্মার্টফোন। এই স্মার্ট ফোন থাকার কারণে গোটা বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয় বন্দি। প্রতিটি মানুষের এখন কম বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। যার কারনে পৃথিবীর আনাচে-কানাচে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার থাক সাক্ষী থাকতে পারছি আমরা। মানুষ, পশু-পাখি ছাড়াও গোটা পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে সব কিছুর দেখা মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে এখানে। এই ভাইরাল ভিডিও গুলোর মধ্যে জীবজন্তুদের ভিডিও বেশি লক্ষ্য করা যায়। সম্প্রতি সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সোশ্যাল মিডিয়া ঘাটলে একাধিক সাপের ভিডিও লক্ষ্য করা যায়। পৃথিবীর সমস্ত জানা-অজানা সাপের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সাপ, এই নামটির মধ্যে একটি আতঙ্ক মিশে রয়েছে। যদিও সব সাপ বিষধর হয় না। তবুও এই প্রাণী থেকে শত হাত দূরে থাকতেই মানুষ বেশি স্বাচ্ছন্দ বোধ করে থাকে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি সাপের দেখা মিলেছে। তবে এই সাপটি পৃথিবীর সমস্ত বিষধর সাপগুলির মধ্যে অন্যতম এবং সাপটি আকৃতিতেও বেশ অনেকটাই বড়

সোশ্যাল মিডিয়া যে সাপটির দেখা মিলেছে সেটি গোখরা প্রজাতির সাপ। ইংরেজিতে এই সাপটিকে বলা হয় ‘স্পেক্টাকল্ড কোবরা’ (spectacled Cobra)। এই সাপটির বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’ (Naja Naja)। এইসব চিনে নেওয়ার সবথেকে ভালো উপায় হল এই সাপের মাথার পিছনে দিকে ডাটি ছাড়া চশমার মত চিহ্ন থাকে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এইসব ‘খারিস’ নামে পরিচিত। যদিও অঞ্চল ভেদে বিভিন্ন নামে ডাকা হয় সেই সাপটিকে।

সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে এক গৃহস্থ বাড়ি থেকে এই সাপটিকে উদ্ধার করছে এক দক্ষ সাপুড়ে। ওই বাড়ির মালিকের পক্ষ থেকে জানানো হয় রাতে শুয়ে থাকার সময় তাঁদের পায়ের সামনে থেকে কিছু একটা চলে গেল এমনটাই অনুভব করেন তারা। এরপর কিছুটা ফোঁস ফোসফোস শব্দ শুনে তাঁরা দেখে এক বিশাল আকৃতির সাপ। তখনই সাপ উদ্ধারকারী ওই ব্যক্তিকে খবর দেওয়া হয়। এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার রানাঘাটে।

সাপ উদ্ধারকারী ওই ব্যক্তি অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে উদ্ধার করে। এরপর তিনি সাপটিকে একটি ব্যাগে ভরে নিয়ে চলে যায় জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। ভাইরাল এই ভিডিওটি ইউটিউবে (youtube) ‘Repto Pedia’ নামক চ্যানেলটিতে একটি সপ্তাহ আগে আপলোড করা হয়েছে। এখনো পর্যন্ত ৫০০০ জন মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি এবং ২৪০ জন মানুষ ভিডিওটি লাইক করেছেন। ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করা হয়। এছাড়া ভিডিওটির কমেন্ট সেকশনে নেটিজেনরা সাপ উদ্ধারকারী ওই ব্যক্তির সাহসিকতার প্রশংসা জানিয়ে মন্তব্য করেছে।

Related Articles