Viral Video : সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
'ফেরো না নজরিয়া' (Fero Na Najaria) গানে একান্ত নিজস্ব ছন্দে অসাধারণ নৃত্য প্রদর্শন করতে দেখা যায়সুন্দরী যুবতী কে।

Viral Video : বিশ্বজুড়ে নানান রকমে প্রতিভা নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছে। ভৌগোলিক সীমানা নির্বিশেষে ভাষার বেড়াজাল পেরিয়ে নানান রকমের প্রতিভা সোশ্যাল মিডিয়ার (Social Media) হাত ধরে বিস্তার করার সুযোগ পেয়েছে। কখনও রিল ভিডিও, আবার কখনও দীর্ঘ ভিডিওর( Viral Video) মাধ্যমে নিজেদেরকে বিশ্বের দরবারে মেলে ধরার সুযোগ পাচ্ছেন শিল্পীরা (Artist)।
সঠিকরূপে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করে যে সমস্ত শিল্পীরা প্রচারের আলোয় এসেছেন তাদের মধ্যে বিদীপ্তা শর্মার (Bidipta Sharma) নাম অন্যতম। বিভিন্ন গানে নৃত্য প্রদর্শন করে সেটি ভিডিওরূপে তিনি ক্যামেরাবন্দি করেন এবং সেই ভিডিও পরে নিজের ইউটিউব চ্যানেলে (Youtube Channel) আপলোড করেন। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ‘বিদীপ্তা শর্মা’ (Bidpita Sharma)। এই চ্যানেলের এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
এখানে দেখুন : খোলা আকাশের নিচে ‘শাল তলে বেলা ডুবিল’ গানের তালে দুর্দান্ত নাচ 5 সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিওটিতে বিদীপ্তাকে চুনরি প্রিন্টযুক্ত টকটকে লাল রঙের আনারকলি ফ্রক চুড়িদার পরিহিত অবস্থায় এক জনপ্রিয় হিন্দি গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। বিদীপ্তাকে এই ভিডিওতে পোশাকের সঙ্গে মানানসই মেটালিক কানের দুল, গলায় কালো রঙের মেটালিক চোকার পরিহিত অবস্থায় ‘কলা’ (Qala) সিনেমার ‘ফেরো না নজরিয়া’ (Fero Na Najaria) গানে একান্ত নিজস্ব ছন্দে অসাধারণ নৃত্য প্রদর্শন করতে দেখা যায়। ভিডিওতে ঠোঁটে লাল রঙের লিপস্টিক, কপালে একটা ছোট্ট টিপ ও মাথায় বিনুনি করা চুলের একদিকে কানের কাছে লাল ফুল পরিহিত অবস্থায় তাঁকে অপরূপ সুন্দরী লাগে দেখতে।
Viral Video :
সাবেকি ভাব ভঙ্গিতে প্রস্তুত নৃত্য শৈলীর সাক্ষী হয়ে ভিডিও থেকে নজর সরাতে পারেননি দর্শকরা। সবুজ প্রকৃতির মাঝে তাঁর নৃত্য প্রদর্শনে যেন এক ম্যাজিকাল স্পর্শ ছিল। আদুরে ভাব, ঠোঁটের কোণে মোহিনী হাসি ও কাজল পরা চোখের প্রেমের ইশারা দেখে মুগ্ধ হয়ে গেছে নেটদুনিয়া। দর্শকরা এই ভিডিও দেখে কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই ভিডিওতে ভিউয়ার্সের সংখ্যা ইতিমধ্যে ২০ হাজার ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা হাজার অতিক্রম করে ফেলেছে।