ক্লাসরুমের মধ্যে দুই ছাত্রের সাথে উদ্দাম নাচ সুন্দরী শিক্ষিকার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ডিজে গানে দুই ছাত্রদের সাথে অসাধারণ নাচ করলেন এক শিক্ষিকা।

সোশ্যাল মিডিয়া মানেই প্রতিভা প্রকাশের এক অন্যতম মাধ্যম। কত আকছার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিশেষত লকডাউনের সময় গৃহবন্দি মানুষ সামাজিক মাধ্যমকেই তাদের মনোরঞ্জনের রসদ হিসেবে বেছে নিয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একজন শিক্ষিকা এবং তার দুই ছাত্রের নাচ। যা দেখে সাড়া পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
একটি বড় ক্লাসরুম। তার চারদিকে সারিবদ্ধ বেঞ্চ এবং বড় টেবিল চেয়ার। চারপাশে রয়েছে অজস্র স্টুডেন্ট। হঠাৎ শিক্ষিকাকে আবদার করতেই তিনি নাচ করবার জন্য একপায়ে খাড়া। ক্লাস রুমের মধ্যেই উদ্দাম নৃত্য মেতে উঠলেন শিক্ষিকা। তার পরনে রয়েছে কালো ব্লাউস এবং সাদা শাড়ি।
গান শুরু হতেই দুর্দান্ত ভঙ্গিমায় নাচ শুরু করে দেন শিক্ষিকা। তার সঙ্গে আরো দুজন ছাত্র। কখনো ছাত্রদের কাঁধে হাত রেখে কখনো বা তাদের কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিয়েছেন। তার নাচের ভঙ্গি কোন নায়িকার থেকে কিছু কম নয়। ক্লাস রুমের মধ্যেই ডিজে বক্স এর গান চালানো হয়েছে। তবে কিছুক্ষণ নাচ করে লজ্জায় থেমে গেছেন শিক্ষিকা।
এদিকে এই ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হতেই নিন্দার বন্যা বয়ে এসেছে। একজন শিক্ষিকা হিসেবে ছাত্র-ছাত্রীদের প্রতি কর্তব্য পালন করেছেন তার জবাব দিহি করতে নির্দেশ দিয়েছেন নেটিজেন। তাছাড়া ক্লাস রুমের ব্ল্যাকবোর্ড এর উপর জাতীয় শিক্ষক এপিজে আব্দুল কালাম এর ছবি। সেই ছবির সামনে কিভাবে নিজের পেশাকে এত খাটো করতে পারলেন শিক্ষিকা ভেবেই তিরস্কার করেছেন নেটিজেনরা।