×

স্কুলড্রেস পরে ‘বন্ধু কালাচাঁদ’ গানের তালে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের পোশাকেই সাবলীলভাবে নেচেছে ওই যুবতী।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্রতিটি মানুষের পারফেক্ট এন্টারটেইন ক্ষেত্র হয়ে উঠেছে।‌ এই প্লাটফর্মে বিভিন্ন ধরনের নিত্য নতুন ট্রেন্ডিং গানের সাথে পায়ে পা মিলিয়ে ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতা। এবার একটি বাংলা চলচ্চিত্রের গানের সহিত দুর্দান্ত কায়দায় কোমর দোলালেন এক সুন্দরী যুবতী। পুরোনো বাংলা পল্লীগীতি বা লোকগীতি ছাড়াও বর্তমানের এক একটি বাংলা চলচ্চিত্রের গানগুলো টপ ক্লাস হিন্দি গানগুলিকে ছাপিয়ে যাচ্ছে। কারণ বাঙালি বাদেও বহু অবাঙালিরা এখন বাংলা গানগুলি শুনছেন।

যার কারণে মাঝে মাঝেই এই সমস্ত বাংলা গানগুলি সোশ্যাল মিডিয়ার ট্রেনিং এর আওতায় চলে যায়। এমনকি এই গানগুলিতে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করে ভাইরাল হন একাধিক মানুষ। আর বাংলা সংস্কৃতির ওপর গোটা দেশের মানুষের যে একটি আলাদাই টান রয়েছে তা কিন্তু বলা বাহুল্য। সম্প্রতি সেরকমই একটি বাংলা গানের তালে নেচে ভাইরাল হলেন এক সুন্দরী যুবতী। এই যুবতীর নাম স্নেহা। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে মেয়েটিকে স্কুলের শাড়ি পরিহিত অবস্থায় জনপ্রিয় বাংলাদেশী গান ‘বন্ধু কালাচাঁদ’-এর তালে নাচতে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই যুবতীর পিঠে রয়েছে স্কুল ব্যাগ। আর এই পোশাকেই সে একেবারে দারুণ সাবলীল ভাবে ক্যামেরার সামনে নাচছেন। ‘এঞ্জেল স্নেহা’ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে আপলোড করা হয় ওই যুবতীর নাচের এই ভিডিওটি। যা মূলত ওই যুবতীরই নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আর তাঁর ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা চোখে পরার মতো। এই গানের প্রতিটি লাইনের সাথেই যথেষ্ট সাবলীলভাবে তালে তাল মিলিয়ে নাচতে দেখা গেল স্নেহাকে।

 

View this post on Instagram

 

A post shared by Angel Sneha (@angel_sneha_5)

এই সুন্দরী যুবতীর ফিগারও একদম ছিপছিপে। তাঁর ফিগারে নেই কোনোরকম মেদের ছোঁয়া। পাশাপাশি অসাধারন এক্সপ্রেশন, কোমরের ঠুমকা ও শরীরী হিল্লোলে মাত করে দিল সে সমস্ত সোশ্যাল মিডিয়া। বিশেষ করে তাঁর দারুন এক্সপ্রেশনের সাথে তাঁর দুর্দান্ত অঙ্গভঙ্গির সঞ্চার সবটাই এই ভিডিওটিকে যথেষ্ট আকর্ষণীয় করে তুলেছে। ফলে ভিডিওটি ভাইরাল হতে বেশি একটা সময় লাগেনি। বর্তমানে প্রায় কয়েক হাজারের বেশি মানুষ ভিডিওটিতে দেখে ফেলেছেন। পাশাপাশি ভিডিওটিতে লাইক করে ঐ যুবতীর প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন একাধিক মানুষ।

Related Articles