ব্লাউজহীন দুধসাদা শাড়ি পরে নৌকোর উপর উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
জনপ্রিয় হিন্দি গানে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

মঞ্চের উপরে নাচ এবং খোলা মাঠে নৃত্য পরিবেশন এখন সব অতীত! জলাশয়ে নৌকার উপর দাড়িয়ে অসাধারণ নেচে তাক লাগালেন এক সুন্দরী যুবতী। বলিউডের অন্যতম জনপ্রিয় একটি গানে খোলা আকাশের নিচে কাঠের নৌকার উপর দাঁড়িয়ে সুন্দরীর নাচ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। নাচ আর সুন্দর এক্সপ্রেশন দেখে ঘুম উড়েছে অনেকেরই।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা, যেখানে কেবল প্রতিভার বিকাশ ঘটে তেমনটা নয়, মানুষ নিজের অবসর সময়ে মনোরঞ্জনের জন্যে এই মাধ্যমটিকে বেছে নেয়। সব থেকে বড় কথা হল কেবল বিনোদন আর প্রতিভা বিকাশের স্থান হিসেবেই নয়, উপার্জনেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। অর্থাৎ নিজের প্রতিভা প্রদর্শন করে অর্থ উপার্জন করা। তেমন ভাবেই নিজের প্রতিভা দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনদের প্রিয় হয়ে উঠেছেন শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya)।
View this post on Instagram
নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে শ্রীতমার অ্যাকাউন্ট থেকেই শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে ‘দেবদাস’ (Devdas) ছবির জনপ্রিয় ‘ডোলা রে ডোলা’ (Dola Re Dola) গানে নেচেছেন শ্রীতমা। পরনে সাদা শাড়ি, খোলা চুল এবং পায়ে নূপুর। হালকা মেক-আপ, হাতে শাখা-পলা আর সিঁথিতে সিঁদুর।
View this post on Instagram
রূপ আর নাচ, দুয়ের মিশেলে নেটিজেনদের মনে ঝড় তুলেছেন শ্রীতমা। বিশেষ করে পুরুষ অনুরাগীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। আবার অন্যদিকে একশ্রেণীর মানুষ বলেছেন, বেশ স্নিগ্ধ লাগছে তাঁকে। সবে মিলিয়ে শিরোনামে রয়েছেন শ্রীতমা বৈদ্য। নাচের ভিডিওটি ইতিমধ্যেই ৬৯ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। সাথে প্রায় ৭ হাজার সোশ্যাল মিডিয়া ইউজার লাইক করেছেন।