×

শাড়ি পড়েই জিমে গিয়ে কসরত করছেন সুন্দরী গৃহবধূ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এক যুবতী শাড়ি পরে শরীরচর্চা (Work Out) করে ভাইরাল হয়ে গিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে (Social Media) হামেশাই বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে থাকে। বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ধরণের ঘটনার দৃশ্য ছবি বা ভিডিওর আকারে এখন খুব সহজেই সকলের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে পৌঁছে যায়। এই বিষয়টি কারোরই অজানা নয় যে বর্তমানে বিনোদনের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার তুঙ্গে পৌঁছে গিয়েছে।

নেটিজেনদের বেশির ভাগ‌ই বিনোদনের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। তবে শুধু তাই নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়াকে (Social Media) কাজে লাগিয়ে অনেক মানুষই এখন নিজের প্রতিভার বিকাশ করে জনপ্রিয়তা লাভের চেষ্টা করে থাকেন। বস্তুত বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া তথা সর্বোপরি নেটদুনিয়াকে নিজেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করায় বিভিন্ন ধরণের প্রচুরসংখ্যক ভিডিও আকছার নেটদুনিয়ায় ভাইরাল হয়ে থাকে।

যাঁরা সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে বেছে নেন তাঁদের মধ্যে অধিকাংশই ইউটিউবে নিজস্ব চ্যানেল তৈরি করেন ও নিয়মিত ভিডিও পোস্ট করে থাকেন। এছাড়াও, ইনস্টাগ্রামেও অনেকে বিভিন্ন রিল ভিডিও পোস্ট করেন। রিল ভিডিওর মাধ্যমে বেশিরভাগ সময়েই সাধারণত নিজের নাচের প্রতিভা প্রকাশ এখন অনেকেই করে থাকেন। এইভাবে ইনস্টাগ্রামে অনেক যুবতী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

তবে শুধু নাচ নয়, অনেক যুবতীই গান-মেক‌আপ-স্টাইলিং-ফ্যাশন ভ্লগ প্রভৃতির ভিডিও সমানতালে পোস্ট করে থাকেন। এইসব চেনা ভিডিওর গণ্ডি ছাড়িয়ে এবারে এক যুবতী শাড়ি পরে শরীরচর্চা (Work Out) করে ভাইরাল হয়ে গিয়েছেন। এক রিল ভিডিওতে এক সুন্দরী যুবতীকে গোলাপি রঙের শিফনের শাড়ি-ব্লাউজ পরে কোমরে আঁচল গুঁজে এক জিমে শরীরচর্চা করতে দেখা গিয়েছে। শরীরচর্চার জন্য নির্দিষ্ট কিছু পোশাক রয়েছে, তাই এই যুবতীর এমন পোশাকে শরীরচর্চা দেখে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন। ‘Reenasingfitness’ নামক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওটির ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

Related Articles