×

সবুজ প্রকৃতির মাঝে ‘বসন্ত বহিল সখী’ গানের তালে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ভাইরাল ভিডিও

খোলা আকাশের নিচে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

বহু মানুষই আজকাল নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কেউ শুধুমাত্র অবসর সময় কাটানোর জন্য নাচের ভিডিও পোস্ট করে থাকেন। কেউ আবার ভিডিও পোস্ট করার মাধ্যমে নিজের প্রতিভা দুনিয়ার সামনে তুলে ধরেন।

নিজের প্রতিভা সঠিকভাবে পেশ করতে পারাটাও সহজ ব্যাপার নয়। অনেক শিক্ষা, অভ্যাস ও অভিজ্ঞতার ফলাফল হয় একটি সুন্দর নাচের ভিডিও। এই ভিডিওর প্রচারের সময়ও সঠিক কৌশল ও দক্ষতার প্রয়োজন হয়। সবশেষে, দর্শকরা সত্যিই যখন কোনো সুন্দর নাচের ভিডিও দেখতে পান, তখন প্রশংসা করতে পিছপা হন না।

সম্প্রতি এমনই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে ‘বসন্ত বহিল সখী’ (Basonto Bohilo Sokhi) গানেতে নাচ করতে দেখা যায়। ক্যাপশনের ভিত্তিতে জানা যায় যে, ভিডিওটিতে দৃশ্যমান যুবতী খোদ মৌ নন্দী (Mou Nandi)। মৌ নন্দীকে সবুজ শাড়ি ও হলুদ ব্লাউজ পরে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। শাড়ির সঙ্গে মানানসই গয়না ও মাথার সুন্দর খোঁপা তাঁর সাজে পূর্ণতা দেয়।

মৌ নন্দীর নৃত্য পরিবেশন ও সাজগোজ উভয়েই দর্শকদের খুব ভালো লেগে গেছে। কমেন্টবক্সে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে নেটিজেনদের। কেউ তাঁকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ তাঁর সাজগোজ ও নাচের প্রশংসা করেছেন। সবমিলিয়ে তাঁর নাচ দেখে আপ্লুত দর্শকরা। ভিডিওটি মাত্র একদিনের মধ্যে কয়েক হাজার ভিউ ও লাইক পেয়ে গেছে।

Related Articles