হলুদ শিফন শাড়ি পরে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচ সুন্দরী যুবতীর।

আজকাল প্রায়শই পুরোনো গান নতুন করে ট্রেন্ডিং-এ থাকতে দেখা যায়। ফেসবুক, ইউটিউব, টিকটক প্রভৃতির দৌলতে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। আশির দশক থেকে শুরু করে একবিংশ শতাব্দীর গানের রিমিক্স বা রিপ্রাইজ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভিডিওতে শোনা যায়। কোনো গান নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে গেলেই সেই গানটি খাবারের ভিডিওতে, অঙ্কনের ভিডিওতে প্রভৃতিতে চারিদিকে দেখতে পাওয়া যায়।
ভাইরাল গানগুলিতে বহুবার নৃত্য প্রদর্শন করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। কখনও প্রশিক্ষিত শিল্পীদের ভাইরাল গানগুলোতে নাচ করতে দেখা যায়। আবার কখনও শুধুমাত্র দেখে অনুকরণ করে প্রশিক্ষণ ছাড়াই বহু মানুষকে নাচের ভিডিও পোস্ট করতে দেখা যায়। এই ভিডিওগুলো কখনও কখনও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে ফেললে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি ২০১৩ সালের একটি গানে নৃত্য পরিবেশন করার ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স উইথ আলিশা’ (Dance With Alisha) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে প্রভু দেবা (Prabhu Deva) পরিচালিত হিন্দিভাষী সিনেমা ‘আর….রাজকুমার’ (R…. Rajkumar)-এর তথা অন্তরা মিত্র (Antara Mitra) ও নকশ আজিজ (Nakash Aziz)-এর গাওয়া ‘শাড়ি কে ফল সা’ (Saree Ke Fall Sa) গানেতে দুর্দান্ত অঙ্গিভঙ্গি করে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।
দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান সুন্দরী যুবতীর নাম ‘আলিশা’ (Alisha)। আলিশাকে এই ভিডিওটিতে মেরুন রঙের ব্লাউজ ও হলুদ শিফন শাড়ি পরে নাচ করতে দেখা যায়। মুখে হালকা মেকআপ, ডার্ক শেডের লিপস্টিক ও হাতে সরু একগোছা চুড়ি যুবতীর পোশাকের মানান বাড়িয়ে দেয়। সিল্কি স্ট্রেট খোলা লম্বা চুল তাঁর সাজে পূর্ণতা দেয়। ভিডিওটি নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় দেড় হাজারের মতো মানুষ পছন্দ করেছেন।