শারীরিক গঠনের পরোয়া না, সমলোচকদের তুড়ি মেরে অসাধারণ নাচ যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুর্দান্ত নেচে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন এক সুন্দরী যুবতী!

সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুর্দান্ত নেচে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন এক সুন্দরী যুবতী! নেটদুনিয়ায় হামেশাই দিব্যা বিক্রম (Dhivyaa Vikram) নামক এই যুবতীর বিভিন্ন রিল ভিডিও ভাইরাল হয়ে থাকে। এই কথা অনস্বীকার্য যে নেটদুনিয়া এখন প্রতিভা বিকাশের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যে কেউ এখন নিজের যে কোনো প্রতিভার ভিডিও রেকর্ড করে নেট দুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যখন খুশি পোস্ট করতে পারেন।
ইন্টারনেটের সহজলভ্যতাকে ব্যবহার করে এইভাবে নিজের প্রতিভা খুব সহজেই সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। কারোর পোস্ট করা কনটেন্ট অর্থাৎ ভিডিও যদি নেটিজেনদের পছন্দ হয় তবে সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেইসব ভিডিওতে যাঁদের প্রতিভা নেটিজেনদের মন জয় করে তাঁরাও রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন।
এইভাবে নেটদুনিয়ায় বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়া স্টার বা সেলিব্রিটি হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে এমনই জনপ্রিয় এক যুবতী দিব্যা বিক্রম (Dhivyaa Vikram)। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার্স সংখ্যা ১ লাখ ৮৩ হাজার। এই যুবতী মূলত নিজের শারীরিক গঠন স্থূল হওয়া সত্ত্বেও যেভাবে নিজেকে তুলে ধরেন তার জন্যই পরিচিতি লাভ করেছেন।
সম্প্রতি এক দক্ষিণ ভারতীয় মিউজিকের সঙ্গে দিব্যার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তাঁর দক্ষ স্টেপস ও ঘায়েল করা এক্সপ্রেশন নেটিজেনদের মুগ্ধ করেছে। শাড়ি ও মানানসই গয়না পরে দক্ষিণী সাজে তাঁর প্রাণবন্ত নাচ ও এনার্জি সত্যিই প্রশংসার দাবি রাখে। ভাইরাল হওয়া এই রিল ভিডিওর ভিউজ সংখ্যা ২৩.১ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে ও ৯ লাখেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। কমেন্টে নেটিজেনরা শারীরিক গঠনের পরোয়া না করেই দিব্যার এমন নাচের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।