Viral Video : শারীরিক গঠনের পরোয়া না, সমলোচকদের তুড়ি মেরে দুর্দান্ত নাচ যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও
এক সুন্দরী যুবতীকে দুর্দান্ত এনার্জি সহকারে জনপ্রিয় হিন্দি গানেতে অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

Viral Video : সোশ্যাল মিডিয়া বর্তমানে মনোরঞ্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে হাসির ও দুঃখের ভিডিওর পাশাপাশি জ্ঞানমূলক ও প্রতিভামূলক ভিডিও দেখতে পাওয়া যায়। এই প্ল্যাটফর্মে অনেক সময় এমন ভিডিও দেখতে পাওয়া যায়, যেগুলো দেখে সাধারণ মানুষ জীবনে এগিয়ে যাওয়ার সাহস পায়, জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা পায়। হাতের কাছে মুঠোফোন থাকলে এক ক্লিকে এইসব রকমের ভিডিও দেখা সম্ভব হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে দুর্দান্ত এনার্জি সহকারে জনপ্রিয় হিন্দি গানেতে অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ভিডিওটিতে যুবতীর পরণে ছিল গাঢ় রুপোলি পাড়যুক্ত সবুজ রঙের কামিজ, ফুল লেন্থ লং স্কার্ট, ও রুপোলি রঙের কারুকার্য বিশিষ্ট ওড়না। এটি বহু জায়গায় শারারা শুট নামেও পরিচিত। হালকা মেকআপ, মাথায় টিকলি পরিহিত অবস্থায় যুবতীকে খুবই সুন্দর লাগছিল দেখতে।
( Viral Video) ভিডিওটিতে ব্যাকগ্রাইডে শোনা যায় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরঙ্গি রে’ (Atrangi Re) সিনেমার ‘চাকা চাক'(Chaka Chak) গান। এই গানে খোলা আকাশের নিচে দুই দিক গাছে পরিপূর্ণ রাস্তার মাঝে দাঁড়িয়ে যুবতীকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। দৃশ্যমান যুবতীর নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। অসাধারণ এক্সপ্রেশন ও এনার্জেটিক নাচ দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।
Viral Video:
ভিডিওটি আসলে ইউটিউব শর্টস ভিডিও। এটি পোস্ট করা হয়েছে ‘স্ন্যাজি তামিলাচি’ (Snazzy Tamilachi) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। জানা গেছে, চ্যানেলটি যুবতীর নিজেরই। যুবতী স্বয়ং নিজের নাচের ভিডিও, ভ্লগ ভিডিও প্রভৃতি পোস্ট করে থাকেন। যুবতীর নাচের ভিডিওটি দেখে নেটিজেনরা কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, “আপনাকে খুবই সুন্দর লাগছে দেখতে”। আবার কেউ লিখেছেন, “আপনার নাচ খুবই সুন্দর। নৃত্য করা ছেড়ে দেবেন না”। এক নেটিজেন আবার বলেন “আপনার এনার্জির তুলনা নেই”। একজন নিজের মন্তব্যে ভালোবাসার ইমোজি দিয়ে তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করে লেখেন, “এমন আত্মবিশ্বাসই চাই”। সবমিলিয়ে ৯০৭ হাজার লাইক পেয়ে সোশ্যাল মিডিয়ায় তুমূল ভাইরাল এই ভিডিও।