×

পাহাড়ি পরিবেশে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ করলেন এক সুন্দরী যুবতী।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দরুন মানুষের জীবন অনেকটাই সহজ হয়ে উঠেছে। আজকাল প্রত্যেকের হাতেই স্মার্টফোন থাকায় তার মাধ্যমে নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন প্রতিটি মানুষ। কেউ নাচ, কেউ গান আবার কেউ কেউ আবৃত্তি ও মান্ডালা আর্ট তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি একশ্রেণীর মানুষ নিজেদের প্রতিভাগুলোকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় খুঁজে নিয়েছেন রোজগারেরও একটি পথ। কোনো মানুষের মধ্যে যদি সঠিক প্রতিভা থাকে তাহলে তিনি অনায়াসেই সোশ্যাল মিডিয়ায় হতে পারবেন জনপ্রিয়।

আর এর আগে নিজেদের শিল্পীসত্তাকে সামাজিক মাধ্যমে তুলে ধরতে বহুবার বহু মানুষকে দেখা গিয়েছে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল ঝড় তুলেছে গোটা নেট দুনিয়ায়। নেজা চৌধুরী (Neza Chowdhury) নামক এক যুবতী নিজের প্রতিভাকে ব্যবহার করে হয়ে উঠেছেন বর্তমানে ইন্টারনেট দুনিয়ার অন্যতম সেন্সেশন। বর্তমানে তিনি নিজের নাচের মাধ্যমে পৌঁছে গিয়েছেন লাখো লাখো মানুষের কাছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে নেজা একটি কালো রঙের স্কার্ট ও টকটকে লাল রঙের একটি ক্রপ টপ পরে খোলা আকাশের নিচে একটি পাহাড়ি পরিবেশে জনপ্রিয় হিন্দি সিনেমা ‘দিল কা রিস্তা’ (Dil ka Rista)-র ‘দাইয়া দাইয়া দাইয়া রে’-তে দুর্দান্ত কায়দায় নৃত্য পরিবেশন করছেন। বলিউডের এই জনপ্রিয় সিনেমাটিতে অভিনয় করেছিলেন বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। যেখানে তাঁর বিপরীত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)-কে।

আর এই জনপ্রিয় গানটিতে নেচে সকলকে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। যা আজও প্রতিটি মানুষের মনে লেগে রয়েছে। ‌সম্প্রতি নেজা তাঁর নাচের মাধ্যমে সকলকে মনে করিয়ে দিলেন পুরোনো সেই গানের সুভাষ। যার কারণে ভিডিওটি ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছে প্রায় ৬৬ লক্ষ মানুষের কাছে। ভিডিওটি প্রায় বছর দুয়েক পুরোনো হলেও নতুন করে প্রকাশ্যে আসতেই আবার ভাইরাল হয়ে গিয়েছে। আর বরাবরের মতোই নেজার নাচের প্রশংসা করতে দেখা গিয়েছে বহু মানুষকে।

Related Articles