হুবহু দীপিকা পাডুকোনের স্টাইলে ‘বেশরম রং’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
শর্টসটিতে এক সুন্দর যুবতীকে হুবহু দীপিকার স্টাইলে 'বেশরম রং' গানেতে নাচ করতে দেখা যায়।

বর্তমানে বহু নেটিজেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিও দেখে অবসর সময় কাটাতে পছন্দ করেন। শুধুমাত্র ভিডিও দেখার জন্যই একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। যদিও ভিডিও ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), টিকটিক (Tiktok), ইউটিউব (Youtube) সবেতেই দেখা যায়। তবুও ভিডিও অ্যাপের দৌড়ে ইউটিউবকেই বেশি এগিয়ে থাকতে দেখা যায়।
আগের তুলনায় বর্তমানে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। যার ফলে আজকাল সাধারণ মানুষ বড়ো ভিডিও দেখার বদলে কয়েক সেকেন্ডের ছোট ভিডিও দেখার মাধ্যমে মনোরঞ্জন করা পছন্দ করেন। মানুষের বাড়তে থাকা চাহিদা দেখে ফেসবুক ও ইনস্টাগ্রাম ‘রিলস’ (Reels) ফিচার বের করে, ইউটিউব ‘শর্টস’ (Shorts) ফিচার প্রকাশ্যে আনে। এই শর্টসের দৌলতে সেকেন্ডের মধ্যে পুরো ভিডিও দেখতে পাওয়া যায়। এই শর্টসে মাঝে মধ্যে এমন ভিডিও দেখা যায়, যেগুলো পরবর্তীকালে ভাইরালও (Viral Video) হয়ে যায়।
সম্প্রতি এমনই একটি শর্টস ভিডিও প্রকাশ্যে এসেছে। শর্টসটিতে এক সুন্দর যুবতীকে হুবহু দীপিকার স্টাইলে ‘বেশরম রং’ গানেতে নাচ করতে দেখা যায়। না, তিনি কোনো স্টুডিওতে দাঁড়িয়ে নাচটি করেননি। তিনি পৌঁছে গেছেন সমুদ্রের ধারে। সেখানে তাঁকে মাল্টি কালারের ব্রালেট, কালো রঙের হট প্যান্ট পরে ‘বেশরম রং’ গানেতে নাচ করতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘স্নেহা বাকলি’ (Sneha Bakli) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। নাচের অঙ্গিভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যায় যে, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত। খুবই নিপুণভাবে তাঁকে নাচের হুকস্টেপ পেশ করতে দেখা যায়। একইসঙ্গে তাঁর এক্সপ্রেশন অন্য মাত্রা এনে দেয় নাচের ভিডিওটিতে। হটনেসে তিনি দীপিকাকেও পিছনে ফেলে দিয়েছেন।
ভিডিওটির কমেন্টবক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এই তালিকায় পুরুষদের সংখ্যা তুলনামূলক বেশি থাকতে দেখা যায়। ভিডিওটি বহু মানুষ দেখে নিয়েছেন এবং হাজার হাজার মানুষ লাইক করেছেন।