‘ময়না ছলাৎ ছলাৎ’, সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ অঙ্গভঙ্গিতে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও
'ময়না ছলাৎ ছলাৎ' গানে অসাধারণ ভঙ্গিমায় নাচ করে তাক লাগালেন এক খুদে কন্যা।

এবার ‘ময়না ছলাৎ ছলাৎ’ (Moyna Chhalat Chhalat) গানের সঙ্গে দুর্দান্ত নাচল একজন ছোট্ট পরী। আজকাল সোশ্যাল মিডিয়ার কাছে কিছুই যেন টেকা দায়। নিত্য প্রয়োজনীয় যা জিনিসই আমাদের দরকার পড়ে সবটাই যেন ইন্টারনেটের মাধ্যমে সহজেই পেয়ে যাই। ঠিক তেমনই ইন্টারনেটের মাধ্যমে এখন এক একটা ট্রেন্ডিং গান আমাদের সর্বক্ষণ মাতিয়ে রাখছে। সুতরাং বোঝাই যাচ্ছে, ইন্টারনেট আমাদের কাছে দিন দিন আপন হয়ে যাচ্ছে। তবে ইন্টারনেটের মাধ্যমে শুধু হিন্দি গানই নয়।
হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও ইন্টারনেটের মাধ্যমে দারুণ ভাইরাল হয়ে চলেছে প্রতিনিয়ত। তবে বাংলা গানের অনেকগুলি সম্ভার। যে তালিকায় রয়েছে, আধুনিক, লোকগীতি, পল্লিগীতি, কীর্তন, চলচ্চিত্রের গান সবটাই আছে। বিশেষ করে আমাদের বাঙালিদের সমাজ ও সংস্কৃতিতে পল্লিগীতি বা লোকগীতি ঐতিহ্য। এইসব পল্লিগীতির সঙ্গে তৈরি হয় এক একটা দারুণ দারুণ নৃত্যও। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষদের সংস্কৃতি একটু অন্যধরণের। বহু বছর আগে একটি গান পল্লিগীতি আজও বাঙালির মননে মননে বিরাজমান। গানটির নাম, ‘ময়না ছলাৎ ছলাৎ’ (Moyna Chhalat Chhalat), এই গানটির সঙ্গে আমরা ছোট্ট থেকেই বিশেষভাবে পরিচিত, এই গানটি শোনেনি এমন কেউ হয়তো নেই।
এই গানটিতে অজস্র ভিডিও বানিয়েছেন আট থেকে আশি সবাই। এবার এই গানের সহিত কোমর দোলাল এক ক্ষুদে, যার বয়স ৩ কি ৪ হবে। আসলে এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে যেন বেড়ে উঠছে এক একটি খুদে। তাঁদেরও শিখিয়ে পড়ে দিতে কোনো সময় লাগেনা। কারণ তাঁরা চটজলদি সোশ্যাল মিডিয়ার দ্বারাই সবকিছু শিখে যাচ্ছে। এবার ওই ছোট্ট ক্ষুদে টি পরনে একটি হলুদ-লাল শাড়ী পরে, হাতে চুরি, চুল বেঁধে, কপালে টিপ পরে, সুন্দর করে সেজে খোলা প্রকৃতির মাঝেই দুর্দান্ত নাচল। আসলে এই পল্লিগীতির নাচ গুলির মেক-আপ থেকে কস্টিউম সবটাই আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে।
এই বয়সেই বাচ্চাটি রীতিমতো হাত পা নাড়িয়ে বাড়িয়ে একটি সর্ষের ক্ষেতের মধ্যেই দারুণ নাচল। তাঁর নাচ দেখে চোখ জুড়াল সকলের। আসলে আজকাল বাচ্চাদের যে কোনও বিষয়ের উপর প্রশিক্ষন হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকেই, বাচ্চাটির স্টাইল এক্কেবারে অনবদ্য ছিল। বাচ্চাটির অঙ্গভঙ্গির যেমন নজরকাড়া পারদর্শীতা চোখে পড়ল, তেমনি তাঁর কোমরের ঠুমকা এবং শরীরি হিল্লোল দেখেই বোঝা গেল যে, সে ছোট্ট থেকেই নৃত্যের উপর আগ্রহী। তাঁর নাচের সঙ্গে সঙ্গে সবথেকে আকর্ষণীয় ছিল তাঁর এক্সপ্রেশন। তাঁর এক্সপ্রেশন ছিল চমৎকার। এমনকী তাঁর হাত পায়ের নাচানোর ভঙ্গিও চমতকার। তাই তাঁর নাচ অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল ভিডিওতে।