×

দুধসাদা শাড়ি পরে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

খোলা আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে দুর্দান্ত নেচেছেন ওই যুবতী।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নানান ধরণের ভিডিও দেখতে পাওয়া যায়। ভিডিওগুলো দেখে খুব সহজেই অবসর সময় কাটিয়ে নেওয়া যায়। অবসর সময় কাটানোর জন্য আজকাল আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে হয় না। সঠিক প্রযুক্তি ও উপযুক্ত নেট পরিষেবা থাকলেই পৃথিবীর যে কোনো স্থানে থেকে বর্তমানে মনোরঞ্জন করা যায়। এইসবটা সম্ভব হয়েছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই।

এই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন ধরণের কন্টেন্ট পোস্ট করেন কন্টেন্ট ক্রিয়েটররা। খাওয়াদাওয়া, ঘোরাফেরা, নাচ, গান বিভিন্ন রকমের বিষয়কে কেন্দ্র করে আজকাল ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাঁরা। মানুষের আগ্রহ অনুযায়ী, এই ভিডিও কন্টেন্টগুলো নেটিজেনদের টাইমলাইনে গিয়ে পৌঁছায়। এর মধ্যে কোনো কন্টেন্ট নেটিজেনদের খুব পছন্দ হয়ে গেলে কমেন্ট ও প্রতিক্রিয়ার জেরে সেগুলো ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে দুধসাদা রঙের শাড়ি ও ছাই রঙের ব্রালেট পরে জনপ্রিয় হিন্দি গানে নাচতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ২০২২ সালে ‘আস্থা গিল’ (Ashtha Gill) ও ‘বাদশা’ (Badsha)-র কণ্ঠে মুক্তি পাওয়া ‘সারেগামাপা ওপেন স্টেজ ভলিউম-৩২’ অ্যালবামের ‘পানি পানি’ (Pani Pani) গান। এই গানেতে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য প্রদর্শন করতে দেখা যায় তরুনীকে।

ভিডিওটি পোস্ট করা হয় ‘দ্য বং ক্রাশ অফ কলকাতা’ (The Bong Crush Of Kolkata) নামক ইনস্টাগ্রাম পেজ থেকে। ভিডিওটিতে যুবতীকে মানানসই মেকআপ, লম্বা কানের দুল ও খোলা চুলে অপরূপ সুন্দরী লাগছিল দেখতে। খোলা আকাশের নিচে বাড়ির ছাদে দুর্দান্ত এক্সপ্রেশন ও অঙ্গিভঙ্গি প্রদর্শন করে নেটিজেনদের ঘায়েল করলেন যুবতী।

Related Articles