×

খোলা আকাশের নিচে ব্লাউজ ছাড়া শাড়ি পরে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

'দেবদাস' সিনেমার জনপ্রিয় গান 'ডোলা রে ডোলা'-র (Dola Re Dola) সঙ্গে নাচ পরিবেশন করেছেন। খোলা আকাশের নীচে এক নৌকোর ওপরে দাঁড়িয়ে তিনি এই ভিডিওটি রেকর্ড করেছেন।

জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে এক সুন্দরী যুবতীর তুমুল নাচ নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেক মানুষই এখন নিজের প্রতিভার বিকাশ করে জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া তথা সর্বোপরি নেটদুনিয়াকে নিজেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করায় বিভিন্ন ধরণের প্রচুরসংখ্যক ভিডিও আকছার নেটদুনিয়ায় ভাইরাল হয়ে থাকে।

অপরদিকে, নেটিজেনদের একাংশ নিজস্ব প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিয়ে থাকেন। কেউ পোস্ট করেন নিজের নাচ করার ভিডিও, কেউ পোস্ট করেন নিজের গান গাওয়ার ভিডিও, কেউ পোস্ট করেন নিজের ছবি আঁকার ভিডিও, কেউ পোস্ট করেন রান্নার ভিডিও, কেউ বা অন্যান্য কোনো প্রতিভা নেটিজেনদের সামনে ভিডিওর আকারে তুলে ধরেন। নেটদুনিয়াকে যাঁরা প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে বেছে নেন তাঁদের মধ্যে অধিকাংশই ইউটিউবে নিজস্ব চ্যানেল তৈরি করেন। বাংলা ইউটিউবের দুনিয়ায় এক সুপরিচিত নৃত্যশিল্পী শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya)।

তাঁর পোস্ট করা প্রায় প্রতিটি ভিডিওই কম-বেশি ভাইরাল হয়ে থাকে। ইউটিউবে তাঁর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার। ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও সমানভাবে জনপ্রিয় শ্রীতমা, তাঁর বর্তমান ফলোয়ার্স সংখ্যা ৬৭.৯ হাজার। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এক রিল ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

এই ভিডিওতে শ্রীতমা ‘দেবদাস’ সিনেমার জনপ্রিয় গান ‘ডোলা রে ডোলা’-র (Dola Re Dola) সঙ্গে নাচ পরিবেশন করেছেন। খোলা আকাশের নীচে এক নৌকোর ওপরে দাঁড়িয়ে তিনি এই ভিডিওটি রেকর্ড করেছেন। ব্লাউজ ছাড়া লালপাড় সাদা শাড়ি ও কপালে বড়ো লাল টিপ পরে খোলা চুলে তাঁর রূপ নেটিজেনদের মুগ্ধ করেছে। তাঁর যথাযথ স্টেপস, এনার্জি এবং এক্সপ্রেশন সত্যিই প্রশংসনীয়। এই ভিডিওর ভিউজ হয়েছে ১.৩ মিলিয়ন ও ৬৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। এছাড়াও, প্রচুর মানুষ কমেন্টে শ্রীতমার নাচের প্রশংসা করেছেন এবং ভিডিওটি শেয়ার করেছেন।

Related Articles