×

খোলা আকাশের নীচে কমলা শাড়ি পরে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

'বন্দে মায়া লাগাইসে পিড়িতি শিখাইসে' গানে অসাধারণ নাচ করে তাক লাগালেন এক সুন্দরী যুবতী।

মার্কেটের এখন নতুন সংযোজন ‘বন্দে মায়া লাগাইসে পিড়িতি শিখাইসে’। সম্প্রতি মুক্তি পাওয়া এই জনপ্রিয় বাংলা গানটির সঙ্গে মোটামুটি সবাই পরিচিত হয়ে গিয়েছেন। মূলতঃ এটি একটি পল্লীগীতি। এই গানটির সঙ্গে ইদানিং সবাই মোটামুটি পরিচিত হয়েছেন। ইতিমধ্যেই এই গানটিতে একাধিক ভিডিও তৈরি হয়ে গিয়েছে। এবার এই গানটির সঙ্গে নাচ করলেন এক সুন্দরী যুবতী। আর এই যুবতীর সঙ্গে আপনাদের মোটামুটি সবারই পরিচয় আছে। মাঝে মধ্যেই বিভিন্ন বাংলা গানের সঙ্গে নাচ করে থাকেন তিনি। আসলে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির উপর টান সব দেশের। তাই বাংলা গানের বহু বিভাগকে মানুষ খুব যত্ন করে শোনেন। যেখানে রয়েছে আধুনিক, চলচ্চিত্র, পল্লীগীতি, বাউল, লোকগীতি সবটা ঘিরে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি।

তবে পল্লীগীতি ও লোকগীতিতে ফুটে ওঠে এক একটা প্রকৃতির নিদর্শন, নারীর নিদর্শন। ভারতবর্ষ গ্রামবাংলার দেশ, চারিদিকটাই শুধু সবুজে মোড়া। আর এই প্রকৃতির সৌন্দর্য্যে ফুটে ওঠে একেকটা লোকগীতি এবং বাউল গানে। তাইতো এই গানটিতেও কোনো একটি পাহাড়ি পরিবেশের কথা ব্যক্ত করা হয়েছে।

এবার এই জনপ্রিয় গানটির সঙ্গে অসাধারণ নাচ করলেন মৌ অর্থাৎ মৌমিতা বিশ্বাস। মৌ-এর ছিপছিপে ফিগারে সবরকম পোশাকই মানানসই। তাঁর ইউটিউব চ্যানেলেও লাখ লাখ ফলোয়ারস। আজ তিনি এই গানটির সহিত দূর্দান্ত নাচলেন। তাঁর পরনে ছিল সবুজপার কমলা রঙের তাঁতের শাড়ি। মানানসই মেক-আপ ও গয়না। খোলা চুলে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছিল। তিনি আর নাচের জন্যে খোলা প্রকৃতিকেই বেছে নিলেন। আর এই রমনীর নাচ যে দুর্দান্ত হয়, তাও মোটামুটি সবারই জানা। গোটা প্রকৃতির মধ্যেই তিনি অসম্ভব শরীরী হিল্লোল তুললেন।

আর তাঁর এই নাচের সঙ্গে দুর্দান্ত অঙ্গিভঙ্গির সম্ভার, অঙ্গপ্রত্যঙ্গের পারদর্শীতা, শরীরের হিল্লোল সবটাই নজরকাড়া হয়। তাঁর নাচের সঙ্গে সঙ্গে ছিল দূর্দান্ত এক্সপ্রেশনেরও জারিঝুরি। যা দেখে নেটিজেনরা রীতিমতন তাজ্জব হয়ে গিয়েছেন, তাঁর নাচের পারদর্শীতা দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি নাচে ভীষণই দক্ষ।তাইতো এই ভিডিওটি প্রচুর পছন্দের সংখ্যা ছাড়িয়েছে। ‘Dance Star Mou’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

Related Articles