×

সবুজ প্রকৃতির মাঝে গোলাপি শাড়িতে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

একটি অসাধারণ বাংলা গানের সহিত দুর্দান্ত কোমর দোলালেন একজন সুন্দরী যুবতী।

এবার একটি অসাধারণ বাংলা গানের সহিত দুর্দান্ত কোমর দোলালেন একজন সুন্দরী যুবতী। পল্লীগীতি বা লোকগীতি ছাড়াও বর্তমানে এক একটি বাংলা চলচ্চিত্রের গানও টপক্লাস হিন্দি গান গুলিকে টক্কর দিচ্ছে। কারণ বাংলা গানে থাকেনা কোনো ভেজাল, সব ধরণের মানুষ এই গানগুলির শ্রোতা। তাই এই গান সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং। এমনকী এই গানের তালে দুর্দান্ত নৃত্য পরিবেশনও করা হয়। আর বাংলা সংস্কৃতির উপর গোটা দেশের মানুষের একটি আলাদাই টান রয়েছে তা বলাই বাহুল্য।

বাংলা সিনেমার গানগুলিও মার্কেটে সমান হিট। এমনকী এই গানের সহিত একাধিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। এবার জনপ্রিয় বিয়ের গান ‘গোলাপি ডান্স’এর সঙ্গে দুর্দান্ত নাচলেন মৌ। নৃত্যের সময়ে তাঁর পরনে ছিল নীল ও পিঙ্ক রঙের শাড়ি ও সেই রঙের ব্লাউজ। খোলা ক্ষেতের মাঝেই অসাধারণ সুন্দরভাবে নেচে উঠলেন এই যুবতী। সঙ্গে ছিল তাঁর মানানসই সাজ, বাঁধা চুল।

এই রমণীর নাচ বারংবার আপনারা দেখেছেন। কয়েকদিন আগেই একটি জনপ্রিয় পল্লীগীতিতে অসাধারণ নাচ করেছিলেন এই সুন্দরী যুবতীটি। এবার গোলাপ ডান্সের সহিত অসাধারণ এক্সপ্রেশন দিয়ে নাচলেন মৌ। এই গানের প্রতিটি লাইনের সঙ্গে তিনি তাল মিলিয়ে নাচ করলেন। আর এই সুন্দরী যুবতীর ফিগারও একদম ছিপছিপা। তাঁর ফিগারে নেই এক টুকরো মেদ, তাঁর অসাধারণ এক্সপ্রেশন, কোমরের ঠুমকা এবং শরীরি হিল্লোল মাত করে দিল সোশ্যাল মিডিয়াকে।

তাইতো এই ভিডিওটি এখনো পর্যন্ত কয়েক হাজারের বেশি মানুষজন দেখে ফেলেছেন। Dance Star Mou নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট হয়েছে। এই মেয়েটি মাঝে মাঝেই তাঁর নৃত্যের ডালি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হয়। পূর্ব বর্ধমানের মেয়ে মৌ-এর এই ভিডিওটি আপলোড করা হয়েছে ৪ মাস আগে। যেখানে এখনও পর্যন্ত ৬ লক্ষ ৪৩ হাজার ভিউজ এসেছে।

Related Articles