মোষের সামনে নাচতে গিয়ে বিপদে পড়লেন যুবতী, ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা
তরুণী মোষের সামনে নাচতে আরম্ভ করলেই আচমকা মোষটি রেগে গিয়ে গুঁতিয়ে দেয় ওই যুবতীটিকে।

এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হচ্ছে। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের কাছে এখন দুর্লভ বলতে কোনো জিনিসই নয়। কারণ সোশ্যাল মিডিয়া প্রতিনিয়তই মানুষকে সাহায্য করছে নানা রকম অজানা ঘটনা থেকে। পাশাপাশি গোটা বিশ্বের মানুষের সাথে মেলবন্ধন ঘটিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া। তাই হয়তো দিনকে দিন এর চাহিদা বেড়েই চলেছে। এর মাধ্যমে প্রতিটি মানুষ নিমিষেই গোটা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা জানতে পারছে। তাই বর্তমান প্রজন্মের মানুষ টিভি ও সংবাদপত্রের বিকল্প হিসেবে বেঁছে নিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটকে।
আর সোশ্যাল মিডিয়ার কথা আসতেই প্রথমে যার নাম আসে সেটা হল ভাইরাল ভিডিও। এর মাধ্যমে যেমন বিভিন্ন মানুষের প্রতিভা প্রকাশিত হয় ঠিক সেরকম ভাবেই বিভিন্ন ধরনের পশুপাখিদের বিভিন্ন রকম কাণ্ডকারখানাও চোখে পরে। সম্প্রতি সেরকমই একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলো সমস্ত নেট নাগরিক। বর্তমানে প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের ভিডিও। এটি নতুন আর কিছু নয়। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে ধরা পরলো এক অন্যরকম দৃশ্য। যা ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়ায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী একটি মোষের সামনে দাঁড়িয়ে রিলস ভিডিও বানানোর চেষ্টা করছে। আশ্চর্যজনকভাবে ওই যুবতী একটুও ভয় না পেয়ে ওই মোষের সামনে ব্রেক ডান্স করতে শুরু করে দেয় এবং তাঁর সামনে ক্যামেরা নিয়ে দাড়িয়ে পরে একজন। আর এরপরই ঘটে চমক। ওই তরুণী মোষের সামনে নাচতে আরম্ভ করলেই আচমকা মোষটি রেগে গিয়ে গুঁতিয়ে দেয় ওই যুবতীটিকে। আর ওই তরুণী মোষের গুঁতো খেয়ে রীতিমতো ছিটকে পরে।
সম্প্রতি ‘সাইকো বিহারি’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয় এই ভিডিওটি। যা বর্তমানে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল। এই ভিডিওটি যথেষ্ট বেদনাদায়ক হলেও বহু মানুষ এটিকে আনন্দের সহিতই গ্ৰহণ করেছেন। যার কারণে হাজার হাজার ভিউজ পেরিয়েছে এই ভিডিওটির। আবার বিভিন্নরকম কমেন্টের বন্যাও বয়ে গিয়েছে ভিডিওটির কমেন্ট বক্স জুড়ে।