×

বাড়ির ছাদে ‘হোঠোমে অ্যায়সি বাত’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এক সুন্দরী যুবতী বলিউডের এই আইকনিক গানে বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করছেন। যুবতীটির পরনে রয়েছে সোনালী রঙের একটি ব্লাউজ ও সবুজ রঙের একটি ঘাগড়া।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া‌ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর এর মাধ্যমেই বর্তমানে হাজার হাজার মানুষ নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারছে। আর যার ফলও পাচ্ছে হাতেনাতে। সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো কিছু ভাইরাল হতে বেশি সময় লাগে না। কারো মধ্যে ন্যূনতম প্রতিভা থাকলেই সে রাতারাতি হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়া স্টার। আর যার প্রমাণ মিলেছে বহুবার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ইতিমধ্যে বহু মানুষ হয়ে গিয়েছেন সেলিব্রেটি।

বর্তমানে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে নিমেষে যোগাযোগ করার একটি অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। আর নিত্যদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ নাচ, কেউ গান আবার কেউ কেউ নিজের আঁকা ও আবৃত্তি তুলে ধরছে। অর্থাৎ এখন আট থেকে আশি প্রতিটি মানুষই নিজের মধ্যে থাকা শিল্পীসত্তাকে জাগিয়ে তুলতে ভীষণভাবে আগ্রহী। সম্প্রতি সেরকমই একজন প্রতিভাবান নৃত্যশিল্পীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তাঁর নাচ বর্তমানে হয়ে উঠেছে নেটিজেনদের এক অন্যতম আকর্ষণ।

বহু পুরোনো একটি জনপ্রিয় বলিউডের গান হলো ‘হোঠোমে অ্যায়সি বাত’। গানটি বেশ পুরোনো হলেও আজও রয়ে গিয়েছে এভারগ্রীন। আর যার দরুন সোশ্যাল মিডিয়ায় এই গানটিকে নিয়ে তৈরি হচ্ছে অজস্র রিলস ভিডিও ও নাচের কভার। সম্প্রতি সেরকমই একটি কভার ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরাল।‌ যেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী যুবতী বলিউডের এই আইকনিক গানে বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করছেন। যুবতীটির পরনে রয়েছে সোনালী রঙের একটি ব্লাউজ ও সবুজ রঙের একটি ঘাগড়া।

ওই যুবতীর নাচ দেখলেই বোঝা যাচ্ছে যে সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন নৃত্যশিল্পী। এমনকি তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখান থেকে সে মাঝে মাঝেই বিভিন্ন নাচের কভার আপলোড করে। তাঁর নাম জয়ন্তী চক্রবর্তী। প্রায় মাস ছয়েক আগে ‘JC’s World’ একটি ইউটিউব চ্যানেল থেকে এই নাচের ভিডিওটি আপলোড করে সে। যা বর্তমানে ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ইতিমধ্যে তাঁর ভিডিওটির ভিউজ পেরিয়ে গেছে প্রায় ১৫ হাজারের বেশি। এ পাশাপাশি তাঁর নাচ দেখে প্রশংসা করেছেন বহু মানুষ।

Related Articles