উষ্ণ মরুভূমিতে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
খোলামেলা সবুজ লেহেঙ্গা পরে, একেবারে বাহমিয়াদের মতন সেজে একটি খোলা জায়গায় অসাধারণ মিউজিকের তালে তালে ব্যালি ডান্স করলেন এক সুন্দরী যুবতী।

আজকাল সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড সবাই! সময় সুযোগ পেলেই একটু কোমর নাচাতে কারুরই দেরি হয়না। এছাড়া নাচ, গান, স্টান্ট, খেলা সবেতেই ওস্তাদ মানুষের এখন জুড়ি মেলা ভার, যা কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে আসে। প্রতিদিনই এখানে মানুষের নতুন নতুন কান্ড-কারখানা ভাইরাল হচ্ছে।
কখনও শাস্ত্রীয় নৃত্যে মানুষের জয়জয় রব উঠছে, আবার কখনও ব্যালি ডান্সের মাতাল করা পারফরম্যান্স সোশ্যাল মিডিয়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। যদিও এখন হাইফাই ক্যামেরার ব্যবহার সাধারণ মানুষও করছে, যার দ্বারা সিনেমার মতন শুটিং করাও সাধারণ মানুষের কাছে সহজসাধ্য হয়ে উঠেছে। এখন আবার মানুষ সিনেমায় অভিনয় করার সুযোগ না পেলেও সেই ইচ্ছে বাস্তবেই ফুটিয়ে তুলছেন। বিভিন্নরকম ভিডিও শুট, মিউজিক এলবাম, কোনও নাটক, বা হাসি মজার ভিডিওর মাধ্যমে।
সম্প্রতি একটি সুন্দরী তন্বীর ব্যালি ডান্সের ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ওই সুন্দরী তন্বীটি, যার নাম Alex Delora তিনি অর্ধ খোলামেলা সবুজ লেহেঙ্গা পরে, একেবারে বাহমিয়াদের মতন সেজে একটি খোলা জায়গায় অসাধারণ মিউজিকের তালে তালে ব্যালি ডান্স প্রদর্শন করছেন। সুন্দরী যুবতীটির দুধ-আলতা গায়ের রং, সঙ্গে তাঁর উন্মুক্ত চাবুক পেট। এহেন অবস্থায় তিনি যেহারে ব্যালি ডান্সের প্রদর্শন করলেন তা এককথায় অনবদ্য।
দেখে ভালই বোঝা যাচ্ছে, কোনও বালিয়াড়ি স্থানে তাঁর শুটিং চলছে পুরো সিনেমার মতন। আর তাঁর ব্যালি ডান্সের দক্ষতা দেখেই বোঝা যাচ্ছে, তিনি অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত এই ধরনের নাচে। ভিডিওটি Alex Delora নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যা ইতিমধ্যেই কয়েক হাজার ভিউজ অতিক্রম করেছে। উল্লেখ্য, ব্যালি ডান্স পাশ্চাত্য দেশের নৃত্যের ফর্ম হলেও ভারতেও এই ডান্সের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।