বিদেশের মাটিতে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ বেলি ড্যান্স সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও
ওই যুবতীর নাচের পাশাপাশি তাঁর রূপের যাদুতেও ঘায়েল হয়েছেন বহু যুবক।

বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন রকমের ভাইরাল ভিডিওর সমাহার। এমন কোনো কিছু নেই যা মিডিয়ায়
ভাইরাল হতে দেখা যায় না। নতুন কোনো টপিক হোক কিংবা পুরোনো সবই ঝড়ের গতিতে ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। সেরকমই মাঝে মাঝে বেশ কিছু পুরোনো গান নতুন করে ভাইরাল হতে দেখা যায়। বিশেষ করে যেই গানগুলি এক সময় কালের সাথে হারিয়ে গিয়েছিল তা পুনরায় ফিরে আসছে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। আর এ ধরনের গানগুলো নিয়ে আসছে একেকজন সোশ্যাল ইউজাররা।
অর্থাৎ এক কথায় বলা চলে যে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে কোনো কিছু ভাইরাল হতেই তা নিমেষে পৌঁছে যায় ট্রেন্ডিং এর পর্দায়। সম্প্রতি সেরকমই এক সুন্দরী যুবতীর একটি বেলি ডান্স এর ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দায়। আর সেই বেলি ডান্স যেমন তেমন বেলি ডান্স নয়। ওই যুবতী বলিউডের একটি নস্টালজিক গানের সহিত বেলি ডান্স করে অবাক করলেন সকলকে। যার কারণে এই ভিডিওটিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত একটি জনপ্রিয় সিনেমা হল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। আর এই সিনেমারই একটি জনপ্রিয় হিট গান ছিল ‘মাশাল্লাহ’। যেটি বেলি ডান্সের জন্য সম্পূর্ণ উপযোগী একটি গান। এবার এই গানেই অত্যন্ত নিপুনতার সাথে বেলি ডান্স করে দেখালেন এই সুন্দরী যুবতী। ওই যুবতীর নাচের প্রতিটি স্টেপ দেখেই বোঝা যাচ্ছে যে তিনি অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত একজন বেলি ডান্সার। কারণ তাঁর নাচের প্রতিটি স্টেপ ও প্রতিটি বডি মুভমেন্ট পুরো পারফেক্ট।
ভিডিওটিতে দেখতে পাওয়া ওই যুবতীটির পরনে রয়েছে একটি লাল বর্ণের টু পিস ঘাগড়া চোলি। যাক তাঁর নাচকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। ওই যুবতীর নাচের পাশাপাশি তাঁর রূপের যাদুতেও ঘায়েল হয়েছেন বহু যুবক। যা ভিডিওটির কমেন্ট বক্স দেখলেই প্রমাণ মিলে। সম্প্রতি ‘ব্রুনিট অ্যাব্রড’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয় ওই যুবতীর বেলি ডান্স এর এই ভিডিওটি। ভিডিওটিতে যেই মহিলাটিকে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তিনি মূলত একজন বিদেশিনী। আর একজন নন ভারতীয় হয়ে একটি ভারতীয় গানে এ ধরনের নৃত্য পরিবেশন মন জয় করেছে সকলের।