স্কুল ছাত্রদের সামনে ‘পাতলি কামারিয়া’ গানের তালে দুর্দান্ত নাচ সুন্দরী শিক্ষিকার, ভাইরাল ভিডিও
জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচ করলেন শিক্ষিকা।

বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানুষের মনোরঞ্জনের একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীই এখন সোশ্যাল মিডিয়ার নাগালে। আগে সেভাবে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম না থাকলেও বেশ কয়েক বছর ধরে বিশেষ করে করোনা অতিমারি চলাকালীন লকডাউনের জেরে সমস্ত মানুষ যখন গৃহবন্দী অবস্থায় ছিল তখন থেকে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও জনপ্রিয়তা দুইই বেড়েছে। তাই এখন আট থেকে আশি প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এখন কি প্রয়োজন, তা নিয়ে প্রতিটি মানুষের মধ্যে রীতিমত কৌতূহল জন্মে গেছে। তাই বিভিন্ন মানুষ নিজেদের প্রতিভাকে সকলের মাঝে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়াকে বেঁছে নিয়েছে। তবে সোশ্যাল মিডিয়া যে শুধুমাত্র ভালো জিনিসেই ভর্তি তা নয়। বরং এটি কিছু বিপরীত দিকও রয়েছে। মোদ্দা কথা ভালো-মন্দ দুই মিলিয়েই সোশ্যাল মিডিয়া চলে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিত্যনতুন মজাদার ভিডিও ভাইরাল হয়ে চলেছে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্রিসমাস উপলক্ষে মেতে উঠেছে একদল ছাত্র-ছাত্রী। শুধু তাই নয় তাঁদের সাথে পাল্লা দিয়ে মেতে উঠেছেন স্কুলের শিক্ষিকাও। তারা সকলে মিলে কেক কাটলেন ও নাচে মেতে উঠলেন। আর সেই নাচের ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। তবে ভিডিওটিকে দেখে অনেকেই ওই শিক্ষিকার সমালোচনা করেছেন। আবার অনেকে তাঁদের নাচের প্রশংসাও করেছেন। অনেকে বলেছেন শিক্ষিকার ক্লাসরুমে নাচা একেবারেই উচিত হয়নি।
আলিশা নামক এক মহিলা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর যা রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং ভোজপুরি গান ‘পাতলি কামারিয়া মোরি’র তালে ঐ শিক্ষিকা এত সুন্দর কোমর দুলিয়েছেন তা দেখে তাজ্জব বনে গিয়েছে নেট নাগরিকদের সিংহভাগ। আর যা ভিডিওটির ভিউজ ও লাইক দেখলেই প্রমাণ মিলেছে।