×

বিয়ে বাড়িতে শাড়ি ব্লাউজ পরে দুর্দান্ত নাচ সুন্দরী বৌদির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

পুরো গ্রাম শুদ্ধু লোক দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, আর সামনে এক মহিলা উত্তাল ভাবে নৃত্য করে চলেছে।

সোশ্যাল মিডিয়া আজকাল নানা ধরনের ভাইরাল ভিডিওতে ছাড়াছাড়ি। প্রতিদিন নিত্যনতুন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুখ, দুঃখ, আবেগ, আনন্দময়; সব ধরনের এই ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তাই সোশ্যাল মিডিয়া এখন হয়ে উঠেছে মানুষের মনোরঞ্জনের অন্যতম ঠিকানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটি কয়েক লক্ষ মানুষের মনোরঞ্জনে বিশেষ ভূমিকা পালন করেছে।

সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটিং কোনো গ্রামের বিয়ে বাড়ির ভিডিও। যদিও সেই গ্রামের নাম, কার বিয়ে কিছুই জানা যায়নি।। তবে শহরের তুলনায় গ্রামের বিয়ের ধরন বেশ অনেকটাই আলাদা হয়। শহরে যে আদব কায়দা বিয়ে হয় গ্রামের এর সাথে সেটার কোনো মিল থাকেনা। গ্রামে কোন বাড়িতে বিয়ে লাগলে পুরো গ্রাম আমন্ত্রিত থাকে সেই বিয়েতে। কেউ বলে না দিলে বুঝতেই পারবেন না যে সেটা বিয়ে বাড়ি বা বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান। সম্প্রতি এমন ধরনেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

ভিডিওটিতে দেখা গিয়েছে ঢাক, ঢোল, সানাই বেজে চলেছে। প্রায় পুরো গ্রাম শুদ্ধু লোক দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, আর সামনে এক মহিলা উত্তাল ভাবে নৃত্য করে চলেছে। ওই মহিলার নাচ দেখে মনে হচ্ছিল যে উনি একাই একশ। যদিও পড়ে এক ঠাকুমার বয়সী মহিলা ও আরো দু-একজন মহিলাকে তাঁর সাথে সঙ্গ দিতে দেখা যায়। তবে সবাই যে খুব সেজেগুজে ছিল তাও নয়। একেবারে ঘরোয়া গ্রামের মহিলারা যেরকম সুতির ছাপা শাড়ি পড়ে থাকে সেই অবস্থাতেই ছিল সবাই।

ইউটিউবে (youtube) ‘Bd Dj Dance’ নামক একটি চ্যানেল থেকে এই ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে এক বছর আগে। অর্থাৎ আন্দাজ করা হয়েছে যে এই ঘটনাটি বাংলাদেশের একটি ঘটনা। ইতিমধ্যে প্রায় ১৩ লক্ষ মানুষ দেখে ফেলেছে ভিডিওটি। এছাড়া ৬.৪ হাজার মানুষ লাইক করেছে ভিডিও টিকে। প্রচুর কমেন্ট পড়েছে ভিডিওটির কমেন্ট সেকশনে। প্রচুর ভারতীয় দর্শককে কমেন্ট করতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশেরই মতামত, এরকম বিয়ে তাঁরা আগে কখনো দেখেনি।

Related Articles