গ্রাম্য পরিবেশে ডিজে গান চালিয়ে উদ্দাম নাচ বিয়ের পাত্রীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Dj গানে অসাধারণ নাচ করলেন এক বিয়ের পাত্রীর।

সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমানে মানবসভ্যতার এক অপরিহার্য অঙ্গ। আধুনিকীকরণের দৌলতে বিশ্বের প্রায় প্রতি স্থানেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা প্রায় প্রতি মানুষের জীবনেই পালন করে চলেছে।
এই কথা অনস্বীকার্য যে সকলের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো খবর বা যে কোনো বিষয়সম্পর্কিত তথ্য কয়েক মুহূর্তের মধ্যেই সকলের কাছে পৌঁছে যায়। কয়েক বছর আগেও টেলিভিশন, খবরের কাগজ, রেডিও প্রভৃতিই ছিল বিশ্বদরবারের সঙ্গে সংযোগ বজায় রাখার উপায়। কিন্তু এখন স্মার্টফোন সেই সবকিছুর প্রয়োজনই মিটিয়ে দিয়ে থাকে।
এইভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আকছার বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ও খবরাখবর ভাইরাল হয়ে যায়। অনেক মানুষ এইভাবে ভাইরাল হয়ে গিয়ে তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছেন। সম্প্রতি এইভাবে আরো একবার এক মেয়ের নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে এক বিয়ের কনেকে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে।
উল্লেখ্য ভাইরাল ভিডিওতে এক বিয়ের মণ্ডপে বিয়ে হয়ে যাওয়ার পর কনের সাজ সেজেই ওই যুবতী নাচ করেছেন। বাড়ির সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মাঝে মন খুলে যুবতীকে নাচ করতে দেখা গিয়েছে। স্থানীয় ব্যান্ডপার্টি বা তাসাপার্টির বাজানো বাজনার সঙ্গে শাড়ি-গয়না পরেই যুবতীটি হাসতে হাসতে নাচ করছিলেন। সাধারণত খুব কম বিয়েবাড়িতেই কনেকে এমনরূপে দেখা যায়। তাই খুশিতে ভরপুর বিয়ের কনের নাচের এই ভিডিওটির ভিউজ ১.৪ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে।