×

ধান ক্ষেতের থেকে দুর্দান্ত কায়দায় মাছ ধরলেন সুন্দরী বউদি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

গ্রাম্য মহিলা মাঠের ভেতর দিয়ে হেঁটে ক্ষেতের আলের কাছে এসে জাল দিয়ে মাছ ধরছেন।

কথায় রয়েছে ভারতবর্ষ একটি বৈচিত্রের দেশ। আর এই বৈচিত্র্যময় দেশে দেখা মেলে বিভিন্ন বৈচিত্র্যের। অনেকে আবার ভারতবর্ষকে গ্রাম বাংলার দেশ বলেও সম্মোধন করে থাকেন। কারণ গোটা ভারতবর্ষ জুড়েই রয়েছে সবুজভরা মাঠ-ঘাট।‌ যা দূর থেকে দেখলে মনে হবে সবুজে হলুদে যেন ঘিরে রয়েছে এই পৃথিবী। এমনকি বহু কবির রচিত বিভিন্ন রকম কবিতায় গ্রাম বাংলার অসাধারণ রূপ সৌন্দর্য ফুটে উঠেছে। গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম প্রত্যেকেই নিজেদের কবিতার মাধ্যমে গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায় সেরকমই গ্রাম বাংলার একটি অপরূপ দৃশ্য ফুটে উঠলো। যেখানে দেখা যাচ্ছে এক গ্রাম্য মহিলা মাঠের ভেতর দিয়ে হেঁটে ক্ষেতের আলের কাছে এসে জাল দিয়ে মাছ ধরছেন। এমনকি ধান ক্ষেতের মাঝে জাল পাততেই প্রচুর মাছ এসে ধরা দিয়েছে ওই মহিলার জালে। তাহলে তো জানতে হয় তার মাছ ধরার কৌশল। যার কারণে ওই মহিলার মাছ ধরার দক্ষতা অত্যন্ত প্রশংসা পেয়েছে গোটা নির্দিষ্ট দুনিয়ার মানুষের কাছে।

এছাড়াও ঐ মহিলা জারে ধরা মাছগুলিকে এক এক করে তুলে জায়গায় রেখেছেন। আর ওই মহিলার বক্তব্য যে একবার মাছ ধরা হয়ে গেলে সেই জাল সেখানেই রেখে দেওয়া উচিত। এতে পরেরবার আরো বেশি করে মাছ ওঠার সম্ভাবনা থাকে। ভিডিওটি খুব সাধারণ হলেও তা নজর কেড়েছে প্রতিটি মানুষের। সভ্যতার উন্নতির সাথে সাথে গ্রাম বাংলার সেই মনোরম দৃশ্য ভুলতে বসেছেন অনেকেই। যার কারণে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের দৃশ্য চোখে পরলে কেউই নিজেকে আটকে রাখতে পারেন না। আর এই ভিডিওটির ক্ষেত্রেও হয়েছে তাই।

ভিডিওটি থেকে জানতে পারা গিয়েছে যে ভিডিওটিতে দেখতে পাওয়া ওই মহিলাটির নাম ‘পল্লবী’। তাঁর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখান থেকে তিনি মাঝে মাঝেই এ ধরনের গ্রাম্য দৃশ্যের ভিডিও সকলের মাঝে তুলে ধরেন। সম্প্রতি এই ভিডিওটিও তারই এক উদাহরণ। বর্তমানে মাছ ধরার এই ভিডিওটির ভিউজ পৌঁছে গিয়েছে প্রায় ১১ লক্ষের বেশি। এছাড়াও হাজার খানেক মানুষ ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে জানিয়েছেন নিজেদের বিভিন্ন রকম মন্তব্য। অর্থাৎ এক কথায় প্রতিটি মানুষই যে এই ভিডিওটিকে বেশ আনন্দে সহিত উপভোগ করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles