মাঝ রাস্তায় আস্ত একটি কোবরাকে গিলে খাচ্ছে শাখামুটি সাপ, ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও খুব সহজে দেখতে পায়।

গোটা পৃথিবীর মানুষের কাছে নিমেষে সংযোগ স্থাপনের এক অন্যতম মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। তবে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবেই নয় বরং মানুষের বিনোদন ও রোজগারেরও একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াই জানিয়ে দিচ্ছে যে পৃথিবীর কোন প্রান্তে কি ঘটে চলেছে প্রতিনিয়ত। সোশ্যাল মিডিয়ায় যেরকম একশ্রেণীর মানুষের প্রতিভা প্রতিনিয়ত ভাইরাল হয়ে চলেছে ঠিক সেরকমই বিভিন্ন পশুপাখির ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে।
এমনকি একশ্রেণীর মানুষের কাছে এই পশু পাখিদের ভিডিওগুলো সবচেয়ে পছন্দের। বিশেষ করে বিভিন্ন সাপেদের ভিডিওগুলো আট থেকে আশি প্রত্যেকেই পছন্দ করছেন। সাধারণত সাপ দেখলে প্রতিটি মানুষের মনে ভয়ের সঞ্চার হলেও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রত্যেকে। যার কারণে বিভিন্ন মানুষের ভিডিওর পাশাপাশি এই সমস্ত ভিডিওগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায় নেট দুনিয়ায়। এমনকি এই ভিডিওগুলোর ভিউজ দেখলে রীতিমত অবাক হবার জোগাড় হয় প্রত্যেকের।
আগে মূলত বনাঞ্চলে সব দেখা গেল বর্তমানে বসতি স্থাপনের উদ্দেশ্যে বন-জঙ্গল কেঁটে দেওয়ার কারণে মাঝে মাঝেই বন্য পশুরা লোকালয়ে ঢুকে পরছে। আর সে দিক থেকে বাদ যাচ্ছে না সাপেরাও। সম্প্রতি সেরকমই দুটো সাপের হাড়হিম করা একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে একটি শাখামুটি সাপ গিলে খাচ্ছে একটি আস্ত কোবরা সাপকে। সাধারণত সাপকে এর আগে ইদুর ও ব্যাঙের মতো ছোটো প্রাণীদের শিকার করতে দেখা দিয়েছে। তবে একটি সাপ যে অপর একটি সাপকে এভাবে আস্ত গিলে খেতে পারে তা এর আগে কখনো চোখে পরেনি কারো।
তবে সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যাবে এ ধরনের বহু ভিডিও মজুদ রয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। যেমনটা কিছুদিন আগে হুগলি জেলার চন্ডিগড় থানার অন্তর্ভুক্ত গারলগাছা গ্রাম থেকে উদ্ধার করা একটি বিষধর সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছিল। যেখানে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল একটি বিষধর শাখামুটি সাপকে। সেরকমই এই ভিডিওটিও নতুন করে মনে করে দিচ্ছে সেই পুরোনো ভিডিওটির কথা। সমীরন বারিক নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি আপলোড করা হয় এই লোমহর্ষক ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়ায়।