হুবহু মানুষের মতো আঙ্গুর খাচ্ছে খুদে বাঁদরছানা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বানরের হুবহু মানুষের মতো খাওয়াদাওয়া, মানুষের মতো শোয়া, মানুষের মতো পোশাক পরিধান প্রভৃতি একাধিক কার্যকলাপের ভিডিও দেখে অবাক হয়ে যান নেটিজেনরা।

মানুষের বিবর্তন নিয়ে রয়েছে অনেক তত্ত্ব। খালি চোখে দেখলেই বানর ও মানুষের আচরণে একাধিক বিষয়ে মিল পাওয়া যায়। হ্যাঁ, মানুষ উন্নত জীবনযাপন করে। তবে বানরদের সঠিক প্রশিক্ষণ দিতে পারলেই খুব সহজে মানুষের জীবনযাপনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে বানররা। এর স্পষ্ট নিদর্শন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বানরের ভিডিওগুলোতে।
বানরের হুবহু মানুষের মতো খাওয়াদাওয়া, মানুষের মতো শোয়া, মানুষের মতো পোশাক পরিধান প্রভৃতি একাধিক কার্যকলাপের ভিডিও দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক বানরছানার অবাক করে দেওয়ার মতো এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক বানরছানাকে লাল আঙুর খেতে দেখা গেছে। আঙুর খাওয়ার মাঝে বানরছানাটির দুষ্টুমি দেখে বানরছানাটির প্রেমে পড়ে গেছেন নেটিজেনরা।
ভিডিও পোস্ট করা হয়েছে ‘মলি মাঙ্কি’ (Molly Monkey) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির শুরুতে বানরছানাটিকে কমলা রঙের একটি শার্ট ও বেবি ডাইপার পরে খাবার টেবিলের উপর বসে থাকতে দেখা যায়। তাঁর সামনে লাল আঙুর ভর্তি একটি বাটি থাকতে দেখা যায়। এই অবস্থায় বানরছানাটির মালিক তাকে প্রথমে আঙুর খাওয়ার প্রস্তাব দিলে সে প্রথমে অনীহা দেখায়। যদিও পরে মজা পরে টপাটপ আঙুর খেতে শুরু করে।
দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান বানরছানার নাম ‘বাইডেন’। পুরো টেবিলে ছড়িয়ে বাইডেনকে ছোট্ট মানবশিশুর মতো আঙুর খেতে দেখে নেটিজেনরা বাইডেনের প্রেমে পড়ে যান। উল্লেখ্য, বাইডেনের নিষ্পাপ পাকামো এখানেই শেষ হয়নি। বানরছানার মালিক এরপরই তাকে কমলালেবু খেতে বললে নিজেই খোসা ছাড়িয়ে কমলালেবু খেতে শুরু করে দেয় সে। মিটির মিটির চোখে তাকিয়ে খুবই নিষ্পাপভাবে নিজেই দু হাতে লেবু খেতে থাকে বাইডেন।
বাইডেনের এই আচরণ দেখে নেটিজেনরা চোখ সরাতে পারেননি। ফলস্বরুপ, ভিডিওর কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ভিডিওটি পোস্ট হওয়ার একদিনের মধ্যেই হাজার হাজার মানুষ ভিডিওটিকে দেখে ফেলেছেন এবং বহু মানুষ পছন্দ করে ফেলেছেন।