হুবহু মানুষের মতো দরদাম করে দোকান থেকে ফল কিনছে বাঁদর, ভাইরাল ভিডিও
বাঁদরছানা দুটো যুবককে ফলের দোকান থেকে ফল বেঁছে দিচ্ছে। তারপর ফল বাছা হয়ে গেলে আবার কোলে উঠে আসছে যুবকের।

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই নতুন নতুন বহু ঘটনা ভাইরাল হয়ে চলেছে। আর যা দেখে প্রতিনিয়তই মনোরঞ্জনে মজছেন প্রতিটি মানুষ। সোশ্যাল মিডিয়ায় যেমন প্রতিনিয়ত বিভিন্ন মানুষের কর্মকান্ডের ভিডিও ভাইরাল হচ্ছে ঠিক তেমনি এদিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই বিভিন্ন পশুপাখিরাও। তাই মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন পশুপাখিদের ভিডিওগুলি। যা এর আগে বহুবার দেখেছে মানুষ।
কথায় আছে যে বর্তমানের বানর জাতি আসলে মানুষের পূর্বপুরুষ। এমনকি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে বাঁদর থেকেই সৃষ্টি হয়েছে মানুষের। সম্প্রতি সেরকমই দুটো বাঁদরের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল হতে দেখা গেল এবার। আর যা দেখে রীতিমতো তাজ্জব প্রতিটি নেট নাগরিক। আসলে এর আগে বহু বাঁদরের ভিডিও ভাইরাল হতে দেখা গেলেও সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি অনেকটাই আলাদা। যার কারণে ভিডিওটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক দুটো বাঁদর ছানাকে নিয়ে এসেছে বাজারে বাজার করতে আর বাজারে এসেই বাঁদরছানা দুটো ওই যুবককে ফলের দোকান থেকে ফল বেঁছে দিচ্ছে। তারপর ফল বাছা হয়ে গেলে আবার কোলে উঠে আসছে ওই যুবকের। এমনকি নিজেদের পছন্দমতো ফল তুলেও খাচ্ছে তারা। যা দেখে রীতিমতো অবাক হয়েছে প্রতিটি মানুষ। যার কারণে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
তবে ভিডিওটিতে এর চেয়েও বেশি আকর্ষণীয় বিষয় ছিল বাদরছানা দুটোর সাজপোশাক। দুটো বাঁদরের শরীরে ছিল হুবহু মানুষের মতো জামা এবং প্যান্ট। এমনকি ভিডিওটিতে দেখতে পাওয়া যুবকটির মাথার হেলমেটের পাশাপাশি বাদরছানা দুটোর মাথায়ও ছিল হেলমেট। সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় দুই বাঁদরের এই কর্মকাণ্ডের ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়ায়। আর স্বাভাবিকভাবেই বাঁদরছানা দুটোর বুদ্ধির প্রশংসায় মত্ত হয়েছেন প্রতিটি সাইবারবাসী।