পরম স্নেহে একরত্তি খুদেকে ঘুম পাড়াচ্ছে এক বাঁদরছানা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বানরছানাটিকে একেবারে মানবশিশুর মতোই হাফপ্যান্ট ও জামা পরে থাকতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া যোগাযোগের দারুণ মাধ্যম হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। ভিডিওগুলোর দৌলতে খুব সহজেই মনোরঞ্জন করা যায়। অবসর সময় কাটানোর উদ্দেশ্যে হোক বা জ্ঞান আহরণের উদ্দেশ্যে, বিভিন্নরূপে বর্তমানে সাধারণ মানুষের সঙ্গী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের ভিডিওর ভাইরাল (Video Viral) হতে দেখা যায়। এই তালিকায় কখনও জ্ঞান আহরণের ভিডিও থাকে, আবার কখনও থাকে বিনোদনমূলক ভিডিও। কখনও দেখতে পাওয়া যায় নাচ-গানের ভিডিও, আবার কখনও দেখা যায় প্রেরণামূলক ভিডিও। এই সবের মাঝেই কখনও কখনও পশুপাখি ও শিশুদের কিউট ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এই প্রকৃতির কোনো কোনো ভিডিও এতটাই মায়ার বন্ধনে বাঁধা থাকতে যে, নেটিজেদের দৃষ্টি সরানো দায় হয়ে পড়ে।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মাঙ্কি কাকা’ (Monkey Kaka) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা, “স্মার্ট মাঙ্কি কাকা ও কিউট শিশুর মিষ্টি সম্পর্কের ঝলক”। ভিডিওটিতে এক শিশুকে হলুদ ফ্রক পরে নীল রঙের বিছানার উপরে কখনও উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যায়, আবার কখনও বালিশের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়তে দেখা যায়।
এই সবেতেই শিশুটির সঙ্গী হতে দেখা যায় এক বানরছানাকে। বানরছানাটিকে একেবারে মানবশিশুর মতোই হাফপ্যান্ট ও জামা পরে থাকতে দেখা যায়। বানরছানাটিকে কখনও শিশুরটির পিঠে চড়ে বসতে দেখা যায়, আবার কখনও মানব শিশুটির পাশে শুয়ে ঘুমিয়ে পড়তে দেখা যায়। দুই জনের এই মধুর সম্পর্কই দৃষ্টি আকর্ষণ করে ফেলে নেটিজেনদের। ইতিমধ্যে ১০ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং প্রায় ২৮ হাজার মানুষ ভিডিওটিকে লাইক করেছেন।